শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মাগুরায় তীব্র দাবদাহে জনজীবন অতিষ্ট

মাগুরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ মে, ২০১৯, ১০:২৮ এএম

তীব্র দাবদাহে মাগুরা জেলার সর্বত্র জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৫ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস বেশী থাকায় ভ্যাপসা গরমে মানুষের জীবন অতিষ্ট হয়ে উঠেছে।থেমে গেছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। হাসপাতালে ডায়রিয়াসহ গরমজনিত রোগীর ভীড় দেখা যাচ্ছে।ইতিমধ্যে গভীর অগভীর নলকূপ অকেজো হয়ে পড়ায় সেচ কার্যে দেখা দিয়েছে বিপর্যয়।শহর ও গ্রামের ছোট- খাটো জলাশয়গুলো শুকিয়ে গেছে। ফলে সর্বত্রই পানীয় জলের তীব্র সংকট সাধারণ মানুষকে চরম সমস্যার মধ্যে ফেলেছে। বৃষ্টির জন্য চারিদিকে হাহাকার আশে পাশের জেলায় হাল্কা বৃষ্টি হলেও মাগুরায় কোন বৃষ্টির দেখা নেই। মে মাস যাবার পথে অথচ মাগুরা জেলার সর্বত্র তীব্র দাবদাহে পুড়ছে।অথচ বৃষ্টির কোন লক্ষণ দেখা যাচ্ছেনা। শুধু মানুষইনা জীবজগতের পান প্রায় ওষ্ঠাগত ।সংকটের মুখোমুখী হয়ে পড়েছে মাছ সবজিসহ ক্ষেতের ফসল। বৃষ্টি না হওয়ার কারণ হিসেবে আবহাওয়াবিদরা বলছেন, বর্তমানে বাতাসে আদ্রতার পরিমান খুবই কম। মাঝে মধ্যে আকাশে মেঘের ঘনঘটা দেখা দিলেও তা নিমিষে হারিয়ে যাচ্ছে। মাগুরার আবহাওয়া বর্তমানে মানুষের স্বাভাবিক কাজ কর্মের অনুপযোগী হয়ে পড়েছে। চরমভাবাপন্ন এ অবস্থার কারণে সকাল ১০ টার পর বাইরে বের হওয়া কষ্টকর । আবার ঘরে থাকাও কষ্টকর হয়ে পড়ছে। গত কয়েকদিন ধরে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় এ সমস্যা আরো তীব্র আকার ধারণ করেছে। একটু সাস্থির জন্য বৃষ্টির আশায় মানুষ অধীর অগ্রহে অপেক্ষা করছে। এভাবে বৃষ্টিহীন অবস্থা চলতে থাকলে মানুষের বেচে থাকা কস্টকর হয়ে পড়বে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন