বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

পাবনায় ঝড়ে ব্যাপক ক্ষতি

পাবনা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ মে, ২০১৯, ২:৩০ পিএম

পাবনার সাঁথিয়া উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া প্রচণ্ড ঝড়ে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। মঙ্গলবার ভোর রাতে হঠাৎ জ্যৈষ্ঠের প্রচণ্ড ঝড় ও শীলা বৃষ্টি শুরু হয় । প্রায় আধা ঘণ্টা স্থায়ী এই ঝড়ে কাচা ঘর-বাড়ি ও দোকান পাট বিধ্বস্ত হয়। বিভিন্ন স্থানে গাছ পালার বড় বড় ডাল ভেঙ্গে পড়ে, পল্লী বিদ্যুতের খুঁটি হেলে পড়ে, বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। উপজেলার গৌরীগ্রামে ঝড়ে সবচেয়ে সবচেয়ে বেশী ক্ষতি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সেহেরির পরপরই হঠাৎ ঝড় শুরু হয়। প্রাণহানির কোন খবর পাওয়া যায়নি, তবে ৩ জন আহত হয়েছেন। এদের মধ্যে সাদেক মিয়ার নামে একজনের নাম জানা গেছে। জেলা দুর্যোগ ও ত্রাণ দপ্তরের কর্মকর্তা শেখ সিরাজুল ইসলাম জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে । উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হালিম সাঁথিয়ায় স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন, ঝড়ে ক্ষতি গ্রস্তদের সাহায্য সহযোগিতা করার ব্যবস্থা নেওয়া হচ্ছে । জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন দ্রুত ব্যবস্থা নিতে বলেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন