শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

দুই গরু মালিকের তিন মাসের জেল

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৩০ মে, ২০১৯, ১২:০৬ এএম

গরুর কারণে দুই মালিকের তিন মাসের জেল হয়েছে। এ ঘটনা ঘটেছে ভারতের গুজরাট রাজ্যের বড়োদরায়। রাস্তার ওপর এলোমেলোভাবে অবস্থান করছিল দুই মালিকের বেশ কিছু গরু। এতে গাড়ি ও জন চলাচল বিঘি্নত হচ্ছিল। ফলে অতিরিক্ত সেশন জজ এমকে চৌহান অলপেশ রাবারি এবং হিতেশ রাবারিকে মঙ্গলবার তিন মাসের জেল দিয়েছেন। একই সঙ্গে তাদের প্রতিজনকে ৫০০০ রুপি করে জরিমানা করেছেন। এতে বলা হয়, ২০১৭ সালের জুলাই মাসে গরুর ওই দুই মালিকের বিরুদ্ধে মামলা হয় মানজালপুর পুলিশ স্টেশনে। ওই সময়ে বড়োদরা মিউনিসিপ্যাল করপোরেশন তুলশিধাম ক্রসিং এবং জুপিটার ক্রসিংয়ে বিক্ষিপ্তভাবে রাস্তার ওপর ২৫ থেকে ৩০টি গরু দেখতে পায়। সঙ্গে সঙ্গে তারা পুলিশ স্টেশনে গিয়ে মালিকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৮ ধারা অনুযায়ী মামলা করে। এ মামলায় পুলিশ গ্রেপ্তার দেখায় ওই দু’জনকে। তাদের বিরুদ্ধে চার্জশিট দেয়। এ নিয়ে শুনানির সময় সরকারি পক্ষের আইনজীবী শ্রুতি ত্রিবেদী আদালতে যুক্তিতর্ক তুলে ধরেন। টাইমস অব ইন্ডিয়া।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন