শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

অভ্যন্তরীণ রাজনীতির কারণেই আমন্ত্রণ জানায়নি : কুরেশি

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৩০ মে, ২০১৯, ১২:০৬ এএম

নরেন্দ্র মোদির দ্বিতীয় মেয়াদে শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে। একে পাকিস্তান দেখছে ভারতের ‘অভ্যন্তরীণ রাজনীতি’ হিসেবে। মঙ্গলবার বিশ্বমিডিয়ায় খবর ছড়িয়ে পড়ে মোদির শপথ অনুষ্ঠানে ইমরানকে আমন্ত্রণ না জানানোর বিষয়। দুই দেশের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজমান থাকায় এ বিষয়টি প্রাধান্য পায় মিডিয়ায় এবং রাজনৈতিক বোদ্ধাদের মধ্যে। এ নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। তিনি একে ভারতের ‘আভ্যন্তরীণ রাজনীতি’ হিসেবে আখ্যায়িত করে বলেছেন, এ কারণে প্রধানমন্ত্রী ইমরান খানকে আমন্ত্রণ জানাতে পারেনি ভারত। পরিস্থিতি ভারতকে অনুমোদন করে না। এ খবর দিয়েছে অনলাইন ডন। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার রাতে একটি নিউজ চ্যানেলকে বলেছেন, নির্বাচনী প্রচারণার সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পুরো ফোকাস ছিল পাকিস্তানবিরোধী। খুব শিগগিরই তিনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন, এমনটা প্রত্যাশা করা অনুচিত। এর আগে খবর ছড়িয়ে পড়ে যে, বৃহস্পতিবার দ্বিতীয় মেয়াদে শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদি। এতে প্রতিবেশী দেশগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে। বাদ পড়েছে পাকিস্তান। ডন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন