গোপালগঞ্জে বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত উচ্চ ফলনশীল তিলের জাত বিনা তিল-২ এর চাষাবাদ সম্প্রসারণ উপলক্ষে দু’টি কৃষক সমাবেশ ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে গোপালগঞ্জ বিনা উপকেন্দ্র সদর উপজেলার শুকতাইল এবং পাইকেরডাঙ্গা গ্রামে বিনার হাওর, চর ও দক্ষিণাঞ্চল কর্মসূচীর আওতায় এ সমাবেশের আয়োজন করে। কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণের এডিডি মোঃ আঃ কাদের সরদার।
গোপালগঞ্জ বিনা কেন্দ্রর এসও মোঃ শেফাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমবেশে গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, বিনা উপকেন্দ্রের এমও মোঃ রবিউল ইসলাম আকন্দ, কৃষক বাবু শেখ, মোঃ আফতাব সরদার সহ আরো অনেকে বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, বিনা তিল-২ একটি ঔষধি গুন সম্পন্ন তৈল বীজ। এ তেল ক্যান্সার,হৃদ, চর্মরোগ প্রতিরোধ করে। প্রতি হেক্টরে এ তিল সর্বোচ্চ ১ হাজার ৮০০ কেজি ফলন দেয়। তিলের আবাদ করে কৃষক পাটের তুলনায় ২ থেকে ৩ গুন বেশি টাকা উপার্জণ করতে পারেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন