শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গনপিটুনিতে দুই ডাকাত নিহত, আহত ৩

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ মে, ২০১৯, ১০:৪২ এএম | আপডেট : ৩:০৮ পিএম, ৩০ মে, ২০১৯

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের দুর্গাপুরে গ্রামবাসীর গনপিটুনিতে দুই ডাকাত নিহত হয়েছে। তবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় ডাকাতের হামলায় বাড়ির তিনজন সদস্য গুরুতর আহত হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, বুধবার দিবাগত রাত দেড় টার দিকে উপজেলার দুর্গাপুরে প্রবাসী হাবিবুর রহমানের বাড়িতে অস্ত্র নিয়ে ১২/১৫জন মুখোশধারী ডাকাত বাড়িতে প্রবেশ করে। এ সময় ডাকাতরা বাড়িতে প্রবেশ করেই বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুটপাটের চেষ্টা করে। এ সময় বাড়ির লোকজনের সাথে ডাকাতদের হট্টগোল হলে বাড়ি লোকজনের উপর হামলা চালায় ডাকাতরা। হামলার পর বাড়ির লোকজন চিৎকার করলে এলাকাবাসী এগিয়ে এসে দুই ডাকাতকে ধরে গনপিটুনি দিলে দুইজন গুরুতর আহত হয়। বাকী ডাকাত সদস্যরা পালিয়ে যায়। পরে পুলিশ খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় দুই ডাকাতকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুই ডাকাত মারা যান। তাদের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ হবে। ডাকাতের সাথে বাড়ির সদস্যদের ধস্তা ধস্তির সময় ডাকাতের হামলায় বাড়ির গৃহকর্তা হাবিবুর রহমানের ছেলে ছানাউল্লাহ মিয়া (৪০), হাবিবুর রহমানের নাতী রাহুল মিয়া (২৫) ও হাবিবুর রহমানের প্রবাসী ছেলে কাউছার মিয়ার স্ত্রী প্রীতি আক্তার (২৫) কে কুপিয়ে গুরুতর আহত করে। আহতদের মধ্যে ছানাউল্লাহ মিয়া ও রাহুল মিয়াকে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রীতি আক্তারকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার মকবুল হোসেন জানান, ঘটনাস্থল পরির্দশন করা হয়েছে। এ ঘটনায় গ্রামবাসীর দুই ডাকাতকে গনপিটুনি দিলে চিকিৎসাধীণ অবস্থায় দুই ডাকাতই মারা গেছেন। নিহতদের লাশ জেলা সদর হাসপাতালে মর্গে রাখা হয়েছে। তবে নিহত ডাকাতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন