শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

স্বাস্থ্য

টাক মাথায় আবার চুল

ডা. একেএম মাহমুদুল হক খায়ের | প্রকাশের সময় : ৩১ মে, ২০১৯, ১২:০৯ এএম

মাথা ভরা চুল একজন পুরুষকে ব্যক্তিত্বসম্পন্ন করে তোলে। কিন্তু যৌবনে যখন চুল পড়া শুরু হয়, নারী-পুরুষ সবাই অসহায় হয়ে পড়ে। কারণ যৌবনকে ধরে রাখতে চুলের ভূমিকা অনেকখানি। বর্তমানে বৈজ্ঞানিক কসমেটিক চিকিৎসার মাধ্যমে টাক মাথায় চুল গজানো সম্ভব হয়েছে।

টাক : টাক শব্দটির ইংরেজি প্রতিশব্দ হলোÑ এলোপেসিয়া। অর্থাৎ টাক বলতে মাথা বা শরীরের লোমশ যে কোন অংশ হতে আংশিক বা ছড়ানো-ছিটানো চুল পড়ে যাওয়াকেই বুঝায়।

শ্রেণীবিভাগ

* স্কারিং ও ননÑস্কারিং * হেরেডিটারী ও ননÑহেরেডিটারী * এলোপেসিয়া এরিয়াটা, এলোপেসিয়া টোটালিস এবং এলোপেসিয়া ইউনিভার্সালিস।

টাক এর কারণ : প্রধান প্রধান কারণগুলো হলোÑ
* ইডিওপ্যাথিকÑ অর্থাৎ কারণ অজানা * অটোইমিউন * জীবানু ঘটিত * জন্মগত
* সিস্টেমিক * টিউমারজনিত * ফিজিও লজিক্যাল * ফিজিক্যাল * হরমোনজনিত * জখমজনিত * পুষ্টিহীনতা * ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া * চর্ম রোগ * সাইকোলজিক্যাল
ল্যাব-পরীক্ষা : প্রধান প্রধান পরীক্ষাগুলো হলোÑ
* মাইক্রোস্কপি * হরমোন এনালাইসিস * রক্তের বিশেষ কিছু পরীক্ষা
আধুনিক বৈজ্ঞানিক চিকিৎসা

প্রচলিত চিকিৎসাগুলোর সাফল্য টপকিয়ে আধুনিক বৈজ্ঞানিক কসমেটিক চিকিৎসায়Ñ‘পিআরপি থেরাপী ’ ও টপিক্যাল মিনক্সিডিলের প্রচলন বর্তমানে টাক চিকিৎসায় এক যুগন্তকারী সাফল্য এনেছে। তাই আর দেরি নয়। কারণ বর্তমানে এ বিস্ময়কর চিকিৎসাটির সাফল্য ও জনপ্রিয়তা একগাদা টাকা খরচ করে ‘হেয়ার-ট্রান্সপ্লানটেশন’র চাহিদা অনেক অনেক কমিয়ে দিয়েছে।

ত্বক, যৌন, সেক্স ও এলার্জী বিশেষজ্ঞ এবং কসমেটিক সার্জন।
সিনিয়র কনসালটেন্ট (এক্স), বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকা।
ফোন : ০১৯৯০০০০১৯১।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
Rashad Job ৩১ মে, ২০১৯, ৪:২৫ এএম says : 0
Ata kothay pabo.please bolben ki
Total Reply(0)
Hossain Delowar ৩১ মে, ২০১৯, ৪:২৫ এএম says : 0
কত টাকা খ্রচ পরবে।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন