মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

শাহজালালে বিরল প্রজাতির ২৪ পাখি উদ্ধার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ মে, ২০১৯, ১২:৫৫ এএম

রাজধানীর হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বিরল প্রজাতির ২৪টি পাখি উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দারা। গতকাল বৃহস্পতিবার বিকেল ৬টার দিকে পাখিগুলো উদ্ধার করা হয়।

শুল্ক ও গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. শহীদুল ইসলাম বলেন, বৃহস্পতিবার বিকেল ৬টার দিকে কাতার থেকে একটি ফ্লাইটে (কিউআর-৬৩৪) করে পাখির চালানটি বিমানবন্দরে আসে। পরে গোপন তথ্যের ভিত্তিতে পাখিগুলোকে শনাক্ত করে সেগুলো আটক করা হয়। স্মার্ট ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠান ওই চালানটি ঢাকায় আনে। তিনি আরও বলেন, পাখিগুলো ‘কেলবিল্ড টোক্যান’ প্রজাতির। পরিবেশ অধিদফতরের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন