মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

‘জয় শ্রীরামের’ বিরুদ্ধে ‘জয় বাংলা’

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ জুন, ২০১৯, ১২:০৬ এএম

বিজেপির ‘জয় শ্রীরাম’ স্লোগানের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাতে তুলে নিয়েছেন ‘জয় বাংলা’ স্লোগান। এরইমধ্যে কর্মীদের ‘জয় বাংলা’ ধ্বনি তোলার জন্য নির্দেশ দিয়েছেন তিনি। এমনকি তৃণমূল কংগ্রেসের কর্মীদের মোবাইলের কলার টিউনে ‘জয় বাংলা’ বা বাংলার জয়ধ্বনি জাতীয় সুর ও গান রাখতে বলা হয়েছে। সেইসঙ্গে বিজেপির ‘জয় শ্রীরাম’ স্লোগান মোকাবিলায় ‘বন্দে মাতরম’ ও ‘জয় হিন্দ’ বলার নির্দেশও দিয়েছেন তিনি। বিগত লোকসভা নির্বাচনে ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান হয়েছে। এর সঙ্গে সঙ্গে এখন রাজ্যজুড়ে বিজেপির নেতাকর্মীদের মুখে মুখে ছড়িয়ে পড়েছে ‘জয় শ্রীরাম’ ধ্বনি। নির্বাচনের প্রচারেও রাজ্যে ‘জয় শ্রীরাম’ হয়ে উঠেছিল স্থানীয় রাজনীতির প্রতিপাদ্য বিষয়। ভোটের পরও সেই ‘জয় শ্রীরাম’ এখন পশ্চিম বাংলায় কার্যত অভিবাদনের ভাষা হয়ে উঠেছে। তাই ভোটের পরে ‘জয় শ্রীরাম’-এর মোকাবিলায় মাঠে নেমে পড়েছে তৃণমূল ‘জয়বাংলা নিয়ে। দুদিন আগে কলকাতা সংলগ্ন উত্তর ২৪ পরগনা জেলার নৈহাটির এক সভা থেকে তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘জয় শ্রীরাম’ মোকাবিলায় ‘জয় হিন্দ’, ‘বন্দে মাতরম’ ও ‘জয় বাংলা’ ধ্বনি তোলার নির্দেশ দিয়েছিলেন। এবিপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন