বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

জিডিপিতে চীন থেকে পিছিয়ে পড়ল ভারত

শেষ প্রান্তিকে প্রবৃদ্ধির হার ৫.৮ শতাংশ

টাইমস অব ইন্ডিয়া | প্রকাশের সময় : ২ জুন, ২০১৯, ১২:০৬ এএম | আপডেট : ১২:১৫ এএম, ২ জুন, ২০১৯

গত জানুয়ারি-মার্চ চতুর্থ ও শেষ প্রান্তিকে ভারতের জিডিপি (গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট) প্রবৃদ্ধি মন্থর হয়ে ৫.৮ শতাংশ দাঁড়িয়েছে। ফলে প্রবৃদ্ধির হারে চীন থেকে পিছিয়ে পড়েছে ভারত।

প্রবৃদ্ধির এ হার আগের প্রান্তিকের (গত বছরের অক্টোবর-ডিসেম্বর) ৬.৬ শতাংশের চেয়ে কম। গত শুক্রবার সরকারি উপাত্তে এ কথা বলা হয়েছে। গত ৫ বছরে এটাই ছিল সবচেয়ে বেশি মন্থর জিডিপি প্রবৃদ্ধি। কৃষি ও নির্মাণ খাতে দুর্বল নৈপুণ্যের কারণেই জিডিপি প্রবৃদ্ধিতে এ মন্থরতা ঘটেছে। এর আগে ২০১৩-১৪ সালে সর্বনিম্ন প্রবৃদ্ধি ছিল ৬.৪ শতাংশ।

এদিকে ভারতের পরিসংখ্যান মন্ত্রণালয়ের উপাত্তে দেখা যায়, দেশে বেকারত্বের হার ২০১৭-১৮ অর্থ বছরে ৬.১ শতাংশ প্লাসে দাঁড়িয়েছে। জিডিপি প্রবৃদ্ধির এই হিসেবে দেখা যাচ্ছে যে ভারত চীনের কাছে তার বিশে^র দ্রæত বর্ধনশীল প্রধান অর্থনীতির অবস্থান হারিয়েছে। চীনের বর্তমান প্রবৃদ্ধির হার ৬.৪ শতাংশ।

কেন্দ্রীয় পরিসংখ্যান কার্যালয় (সিএসও) আরো জানায় যে ২০১৮-১৯ অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধি ছিল ৬.৮ শতাংশ। আগের অর্থ বছরের ৭.২ শতাংশ থেকে তা কম।

নির্বাচন-প্রাক্কালের এক রিপোর্টে প্রদর্শিত বেকারত্বের সত্যতা স্বীকার করে সরকার গত শুক্রবার বলে যে ২০১৭-১৮ সালে দেশে কর্মহীনতার পরিমাণ ছিল ৬.১ শতাংশ। ৪৫ বছরের মধ্যে তা সর্বোচ্চ। সর্বভারতীয় ভিত্তিতে কর্মহীনতার সংখ্যা ছিল ৬.২ শতাংশ। অন্যদিকে বেকার নারীদের হার ছিল ৫.৭ শতাংশ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (5)
Tania ২ জুন, ২০১৯, ১১:২২ এএম says : 0
ওদের পতন অনিবার্য
Total Reply(0)
নাঈম ২ জুন, ২০১৯, ১১:২২ এএম says : 0
যারা পরের ক্ষতি করে তার অবস্থা এরকমই হবে।
Total Reply(0)
সাইফুল ইসলাম ২ জুন, ২০১৯, ১১:২৩ এএম says : 0
খবরটি শুনে খুব ভালো লাগলো।
Total Reply(0)
রিফাত ২ জুন, ২০১৯, ১১:২৩ এএম says : 0
বাংলাদেশের উচিত চীনের সাথে সম্পর্ক বৃদ্ধি করা।
Total Reply(0)
লোকমান ২ জুন, ২০১৯, ১১:২৫ এএম says : 0
ভারত বাংলাদেশের প্রতিবেশি, কিন্তু বন্ধু নয়
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন