রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

অবিলম্বে শ্রমিকের বেতন-বোনাস ও ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করুন

আল্লামা নূর হোসাইন কাসেমী

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ৩ জুন, ২০১৯, ১২:০৬ এএম

ঈদুল ফিতর উদ্যাপনের মাত্র দুই দিন আগেও বিভিন্ন কল-কারখানা ও গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য বেতন-বোনাস না পাওয়ার খবরে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’র মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী। তিনি অবিলম্বে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ এবং ধানের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান জানান।

গতকাল রোববার এক বিবৃতিতে তিনি বলেন, দেশের ধনী ও মধ্যবিত্তরা যখন পরিবার-পরিজন নিয়ে ঈদুল ফিতরের আনন্দ উদযাপনে কেনাকাটাসহ সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন করে নিয়েছেন, পরিবারের শিশু-কিশোরদের মাঝে বইছে আনন্দের ঢেউ। ঠিক সে সময়ে দেশের কোটি কোটি শ্রমজীবী মানুষ ঘাম ঝরানো পারিশ্রমিকের জন্য অসহায় চোখে বিত্তশালী কারখানা মালিকদের করুণা পেতে কাতর চোখে চেয়ে রয়েছে। কোটি কোটি কৃষক ধানের ন্যায্য মূল্য না পেয়ে পরিবার নিয়ে চরম হতাশায় রয়েছে। জমিয়ত মহাসচিব বলেন, রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, শ্রমিকের ঘাম শুকানোর আগেই তাদের প্রাপ্য মজুরি পরিশোধ কর। তিনি আরো ইরশাদ করেছেন, তোমাদের অধীন ব্যক্তিরা তোমাদের ভাই। আল্লাহ যে ভাইকে তোমার অধীন করে দিয়েছেন তাকে তাই খেতে দাও যা তুমি নিজে খাও, তাকে তাই পরিধান করতে দাও যা তুমি নিজে পরিধান কর। (বুখারী শরীফ)। জমিয়ত মহাসচিব কল-কারখানার মালিক এবং সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, দয়া-দক্ষিণা নয়, দ্রুততম সময়ে শ্রমিকদের ন্যায্য পাওনা বেতন-বোনাস পরিশোধ করুন। কৃষকদের ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করুন। অন্যথায় এই বিশাল জনগোষ্ঠীর মনে দুঃখ-দুর্দশা ও হতাশা থেকে ক্রোধ ও গণঅসন্তোষ তৈরি হতে পারে। তখন এমন অপ্রত্যাশিত পরিস্থিতির সকল দায়ভার সরকার, প্রশাসন ও মালিকপক্ষকেই নিতে হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন