শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ইসরাইলের ভূমিখেকো নীতি শান্তির পথে বাধা : ইইউ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ জুন, ২০১৯, ১২:০৫ এএম

ফিলিস্তিনি ভূখন্ডে ইহুদিবাদী ইসরাইলের অবৈধ বসতি গড়ে তোলার স¤প্রসারণবাদী নীতির নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ২৮ জাতির এ সংস্থা বলেছে, ইসরাইলের এ ‘ভূমিখেকো নীতি’ শান্তির পথে একটি বাধা। শনিবার প্রকাশিত এক বিবৃতিতে ইইউ বলেছে, পূর্ব জেরুজালেমসহ ফিলিস্তিনি ভূখন্ডে ইসরাইলের এই অবৈধ বসতি স্থাপন নীতির কঠোর বিরোধিতা করে ইউরোপের দেশগুলো। ইসরাইলের এই কর্মকান্ড আন্তর্জাতিক আইন অনুসারে অবৈধ এবং শান্তির পথে বাধা।

দখলদার ইসরাইলের গৃহায়ণ মন্ত্রণালয় চলতি সপ্তাহে নতুন করে বায়তুল মুকাদ্দাস বা পূর্ব জেরুজালেম শহরে ৮০০ বাড়ি নির্মাণের দরপত্র আহ্বান করেছে। এরপর ইউরোপীয় ইউনিয়ন এক বিবৃতির মাধ্যমে এ নিন্দা জানালো। ইইউ’র মুখপাত্র মাজা কোসিজানসিয়া ইইউ’র বিবৃতি পড়ে শোনান। এতে বলা হয়- পূর্ব জেরুজালেমে বসতি নির্মাণ ও স¤প্রসারণবাদিতা কথিত দুই রাষ্ট্রভিত্তিক সমাধানকে ক্ষতিগ্রস্ত করবে। ১৯৬৭ সালে ছয়দিনের যুদ্ধে পশ্চিম তীর ও পূর্ব বায়তুল মুকাদ্দাস দখল করে নেয়ার পর সেখানে ২৩০টির বেশি অবৈধ বসতি গড়েছে ইসরাইল এবং এসব বসতিতে ছয় লাখের বেশি ইহুদিবাদী বসবাস করে। পার্সটুডে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন