শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

জুমাতুল বিদায় ৩৫ দেশে বয়ান করলেন সউদীর ৭০ ইমাম

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ জুন, ২০১৯, ১২:০৫ এএম

বিশ্বের ৩৫টি দেশে পবিত্র রমজানের শেষ শুক্রবার বা জুমাতুল বিদায় বয়ান দিয়েছেন সউদী আরবের ৭০ জন ইমাম। সউদী আরবের ইসলামিক সম্পর্ক, দাওয়া ও গাইডেন্স বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে এসব ইমামকে ওই দেশগুলোতে পাঠানো হয়েছিল সংশ্লিষ্ট দেশের ইসলামিক সেন্টার ও সংগঠনের অনুরোধে। যে কর্মসূচির আওতায় তাদেরকে পাঠানো হয়েছিল তার নাম আল ইমামাহ প্রোগ্রাম। এর উদ্দেশ্য মুসলিমদের মধ্যে ইসলাম সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা।

এ সময় তারা নিবিষ্টচিত্তে প্রার্থনা, ধর্মভক্তি, অনুশোচনা, পবিত্র কোরআন তেলাওয়াত, অভাবিদের সাহায্য করা এমন কি রমজানের পরেও ভাল কাজ করার জন্য উদ্বুদ্ধ করেন মুসলিমদের। কর্মসূচি পালিত হওয়ার পর এ বিষয়ে সংশ্লিষ্ট বিভাগের মন্ত্রী আবদুল লতিফ আল আশেক এ বিষয়ে জানান। এ বছর আফ্রিকা, এশিয়া ও পূর্ব ইউরোপের ২৪টি দেশে বাদশাহ সালমান ইফতার কর্মসূচি পরিচালনা করে সউদীআরব সরকার। এতে মোট খরচ হয় ৩৭ লাখ ৫০ হাজার সউদীরিয়াল। অনলাইন আরব নিউজ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন