শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

প্রতারণার অভিযোগে আয়ুষ্মান খুরানাকে থানায় তলব

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৪ জুন, ২০১৯, ২:৫২ পিএম

প্রতারণার অভিযোগ উঠল বলিউডের অভিনেতা আয়ুষ্মান খুরানা ও হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির আরও দু জনের বিরুদ্ধে। এক পরিচালকের অভিযোগের ভিত্তিতে তাঁদের জিজ্ঞসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে থানে পুলিশ।
কাশিমীরা থানা আয়ুষ্মান এবং প্রখ্যাত প্রোডাকশন হাউস ম্যাডক ফিল্মসের পরিচালক অমর কৌশিক ও প্রযোজক দীনেশ ভিজানকে চিঠি পাঠিয়ে হাজিরা দিতে বলেছে। মুম্বইয়ের শহরতলি মীরা রোডের বাসিন্দা পরিচালক কমলকান্ত নানক চন্দ্র এই তিনজনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছেন।
কমলকান্তের অভিযোগ, তাঁর একটি চিত্রনাট্য তিনি পড়ার জন্য হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলেন আয়ুষ্মানকে। কিন্তু তিনি তা পাঠিয়ে দেন কৌশিক ও ভিজানকে। তাঁরা দুজন সেই স্ক্রিপ্টের উপর ভিত্তি করেই একটি ফিল্ম তৈরি করতে শুরু করে দেন বলে অভিযোগ। এই ঘটনায় তিনি আর্থিক ও মানসিকভাবে ক্ষতির সম্মুখীন ও প্রতারিত হয়েছেন বলে অভিযোগে জানিয়েছেন ওই পরিচালক।
এক কর্মকর্তা জানিয়েছেন, ‘এই অভিযোগ নিয়ে আমরা ওঁদের বক্তব্যও শুনতে চাই। সে জন্যই তাঁদের চিঠি পাঠিয়েছি। যত শিগগিরই সম্ভব তাঁদের পুলিশের সামনে হাজির হতে বলা হয়েছে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন