বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

নির্মাণাধীন ভবনের ছাদ ধসে আহত ১০

প্রকাশের সময় : ৩১ মে, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, সাভার থেকে
ঢাকার সাভারে চামড়া শিল্প নগরীতে একটি একতলা নির্মাণাধীন ভবনের ছাদ ধসে পড়ে কমপক্ষে ১০ আহত হয়েছে। ভবনের ছাদের নিচে চাপা পড়ে নির্মাণ শ্রমিক নিখোঁজের ঘটনায় খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। প্রাথমিকভাবে আহত নির্মাণ শ্রমিকদের নাম পরিচয় পাওয়া যায়নি। গতকাল সোমবার সাকাল সাড়ে ১০টার দিকে সাভারের হেমায়েতপুর হরিণধরা চামড়া শিল্প নগরীর ‘গুলশান ট্যানারি’ নির্মাণাধীন ভবনটির ছাদ ধ্বসে এঘটনা ঘটে। চামড়া শিল্প নগরী পুলিশ ফাড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কামরুজ্জামান শিকদার বলেন, গুলশান ট্যানারির একতলা ভবনের ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন নির্মাণ শ্রমিকরা। এসময় হঠাৎ করে ছাদটি ধসে পড়লে চাপা পড়ে কর্মরত নির্মাণ শ্রমিকরা। পরে সাভার ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ধসে পড়া ছাদের নিচ থেকে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন