মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

হাসপাতালে খালেদা জিয়ার সঙ্গে স্বজনদের সাক্ষাৎ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ জুন, ২০১৯, ৫:২১ পিএম

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে স্বজনরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রিজন সেলে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখে এসেছেন তার সাত জন স্বজন। ঈদের দিন দুপুর দেড়টার দিকে তারা শাহবাগে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা প্রায় একঘণ্টা সেখানে অবস্থান করেন। গত ১ এপ্রিল থেকে বিএসএমএমইউ’তে ভর্তি আছেন খালেদা জিয়া।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানান, ‘ঈদের দিন দুপুরে খালেদা জিয়ার সাত স্বজন দেখা করেছেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তনীয়।’

বিএনপি’র একাধিক দায়িত্বশীল নেতা জানান, বিএনপি নেতারাও খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের জন্য সময় চেয়েছিলেন। কিন্তু তাদের দেখা করার অনুমতি দেওয়া হয়নি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার (৫ জুন) সকালে বলেন, ‘খালেদা জিয়ার পরিবারের সদস্য ও স্বজনদের মধ্যে সাত জন যাবেন হাসপাতালে তাকে দেখতে। আমরা আবেদন করেছিলাম, অনুমতি দেয়নি। পরিবারের সাত জনকে দিয়েছে।’

সাংবাদিকদের সামনে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, ‘আইন যেটা আছে, জেল কোডে যেটা লেখা আছে, ঈদের উৎসবের দিনে আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব, স্বজন যারা আছেন, তাদের দেখা করতে দিতে হবে। সেখানে অবশ্যই কর্তৃপক্ষ বিধি লঙ্ঘন করেছেন। তারা একেবারে লিমিটেড করে দিয়েছেন, পরিবারের সাত জন ছাড়া কেউ দেখা করতে পারবেন না।’

এর আগে দলের ভাইস চেয়ারম্যান ডা. এজেডএ জাহিদ হোসেন বলেছেন, ‘খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে তার পরিবারের সদস্যরা যাওয়ার কথা। আত্মীয়-স্বজনরাও যাবেন। তার বড় বোন সেলিমা ইসলাম, তার ভাইয়ের স্ত্রী, ভাগ্নেসহ কয়েকজন যাবেন।’

ঈদের দিন সকালে খালেদা জিয়ার কারাবন্দি থাকার বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের জন্য এটা আরও হৃদয়বিদারক এজন্য যে, আমাদের নেত্রী কারাবন্দি। তার সঙ্গে আমরা দেখাটা পর্যন্ত করতে পারছি না। এ অবস্থায় ঈদুল ফিতরের দিনটি আমরা পালন করছি।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন