বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়া হতে পারে: ট্রাম্প

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ জুন, ২০১৯, ৭:২৬ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে বৈঠকে বসতে প্রস্তুত রয়েছেন। কিন্তু ইসলামিক প্রজাতন্ত্রটির বিরুদ্ধে সবসময় সামরিক ব্যবস্থা নেয়ার সুযোগ রয়েছে।-খবর আরব নিউজের

ব্রিটিশ টেলিভিশন চ্যানেল আইকে তিনি বলেন, যখন আমি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করি, তখন ইরান একটি চরম বৈরী দেশ ছিল।

তারা তখন বিশ্বের এক নম্বর সন্ত্রাসী রাষ্ট্র ছিল, এমনকি সম্ভবত এখনো সেই অবস্থায় আছে, বললেন ট্রাম্প।

এরপর যখন তাকে জিজ্ঞাসা করা হয়, তিনি কোনো সামরিক পদক্ষেপে যাবেন কিনা-জবাবে ট্রাম্প বলেন, এমন পদক্ষেপ নেয়ার আশঙ্কা সবসময়ই আছে। কিন্তু আমি কি সেটা চাই? আমি বরঞ্চ সেটা চাই না। কিন্তু তবুও এমন আশঙ্কা রয়েছে।

রুহানির সঙ্গে তার কোনো আলোচনার সম্ভাবনা রয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, অবশ্যই। প্রস্তুতি রয়েছে। আমি আলোচনাকেই বেশি পছন্দ করি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন