শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

জাপানে এক টন মাদক দ্রব্য বাজেয়াপ্ত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ জুন, ২০১৯, ৯:২৯ পিএম

জাপানের কর্তৃপক্ষ, সমুদ্রে সন্দেহজনক এক জাহাজ থেকে উদ্দীপনা সৃষ্টিকারী বেআইনি মাদক দ্রব্যের এযাবত কালের মধ্যে সর্ব্বৃহৎ এক চালান বাজেয়াপ্ত করেছে।

টোকিও পুলিশ কর্মকর্তারা জানায় যে সোমবার রাতে জাপানের মধ্যাঞ্চলীয় শিযুওকা জেলার অদূরে সাগরে মোতায়েন এক জাহাজ থেকে তারা প্রায় ১ হাজার কিলোগ্রাম মাদক দ্রব্য পেয়েছে।

কর্তৃপক্ষ আরও জানায়, মাদক দ্রব্যের খুচরা মূল্য হল প্রায় ৫৫ কোটি ৫০ লক্ষ ডলার।

মুনাফার লক্ষ্যে মাদক দ্রব্যের অধিকারী হওয়ার কারণে ঐ স্থলে সাতজন চীনা নাগরিককে গ্রেফতার করা হয়েছে। কর্তৃপক্ষের ধারণা সন্দেহভাজন ঐ ব্যক্তিরা সম্ভবত আর্ন্তজাতিক মাদক দ্রব্য পাচার গ্রুপের সাথে এবং জাপানের অপরাধী নেটওয়ার্কের সাথে যুক্ত।

তদন্তকারীরা বলছেন সম্ভবত মাদক দ্রব্য হংকং থেকে জাপানে পাচার করা হয়েছে। জাপানে এর খুচরা মূল্য তুলনামূলক ভাবে বেশি।

টোকিও পুলিশ জানায়, সন্দেভাজনরা এই অভিযোগ অস্বীকার করেছেন।

সূত্র : এনএইচকে

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন