শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

কানাডিয়ান হাইকমিশন ও ইয়োলোর উদ্যোগে ভাস্কর্য প্রদর্শনী অনুষ্ঠিত

প্রকাশের সময় : ৩১ মে, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : বাংলাদেশের শিল্পীদের চিত্রকর্ম ও ভাস্কর্য প্রদর্শনীর মাধ্যমে বিশ্ববাসীর কাছে পরিচিত করে তোলার উদ্যোগ নিয়েছে বাংলাদেশের কানাডিয়ান হাইকমিশন এবং বেক্সিমকোর রিটেইল ব্র্যান্ড ইয়োলো। ‘নো নেম জাস্ট টেলেন্ট’ শিরোনামে কানাডিয়ান হাইকমিশনারের বাসভবনে গত শনিবার শেষ হয় দুইদিনের এই প্রদর্শনী। সাধারণ মানুষের কাছে চিত্রকর্মগুলো সহজলভ্য করাও এর অন্যতম উদ্দেশ্য। শুধু কানাডিয়ান হাইকমিশনই নয় এই উদ্যোগকে সফল করে তুলতে কাজ করছে বাংলাদেশের ব্রাজিল, ডেনমার্ক, জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে এবং সুইজারল্যান্ড দূতাবাস। প্রদর্শনী উপলক্ষে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার বেনায়া-পিয়েরে-ল্যারামি বলেন, ‘বাংলাদেশের উন্নয়নে অংশীদার হতে কানাডা সবসময়ই আগ্রহী। বাংলাদেশে খুব দ্রæত উন্নতি করছে এবং বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থান তৈরিতে বিশেষভাবে আলোকপাত করেছে কানাডা। এই চিত্রপ্রদর্শনীও তরুণদের জন্য মেধা প্রদর্শনের একটা দারুণ সুযোগ। মেধা প্রদর্শনের সুযোগের পাশাপাশি তারা এখানে তাদের চিত্রকর্ম বিক্রয়ের মাধ্যমে আয়ের সুযোগও পাচ্ছেন। এই সুযোগ তৈরি করতে আমরা বেক্সিমকো এবং ইয়োলোকে আমাদের পাশে পেয়েছি, যার মাধ্যমে সাধারণ মানুষের কাছে এইসব চিত্রকর্ম সহজলভ্য করার ব্যাপারে আমরা আশাবাদী। বেক্সিমকো গ্রæপের পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ নাভেদ হুসেন বলেন, এই উদ্যোগের অংশীদার হতে পেরে আমরা গর্বিত। এর মাধ্যমে তরুণ চিত্রশিল্পীরা যেমন দেশ-বিদেশের মানুষের কাছে তাদের কর্ম তুলে ধলতে পারছেন তেমনি সুলভ মূল্যে এই শিল্পকর্মগুলোকে নিজের করে নেয়ার সুযোগ তৈরি হবে সাধারণ মানুষের জন্য, যা এই উদ্যোগের অন্যতম প্রধান লক্ষ্য।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন