শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ৩ রোহিঙ্গা নিহত

বিশেষ সংবাদদাতা কক্সবাজার | প্রকাশের সময় : ৭ জুন, ২০১৯, ১১:২৩ এএম | আপডেট : ৫:২১ পিএম, ৭ জুন, ২০১৯

টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে অস্ত্রধারী তিনজন অপহরণকারী।

বৃহস্পতিবার (৬ জুন) দিবাগত রাত পৌনে ১২ টার দিকে লেদা ক্যাম্পের পিছনে পাহাড়ের নিচে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনাটি ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত তিনজনই রোহিঙ্গা। তারা  হলো, উখিয়া থাইনখালীর ক্যাম্প ১৪ এর (সি-১) এর বাসিন্দা নুর মোহাম্মদের ছেলে শামছু আলম (৩৫), ক্যাম্প-১৪ ( সি-২) এর বাসিন্দা মোক্তার আহমদের ছেলে নুর আলম (২১) এবং টেকনাফ লেদা ক্যাম্প-২৬ এর সি ব্লকের বাসিন্দা আজিজুর রহমানের ছেলে হাবিব (২০)।
ঘটনাস্থল থেকে ৩ টি এলজি, ৮ রাউন্ড কাতুজ এবং ১১ রাউন্ড খোসা উদ্ধার করা হয়।
অপহরণকারীদের ছোড়া গুলিতে পুলিশ সদস্য সৈকত বডুয়া, আরশেদুল, সেকান্দার আহত হয়েছেন বলে পুলিশ দাবী করেছে।
টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত কিছুদিন আগে তিন বছরের এক শিশুকে অপহরণপূর্বক ৫ লাখ টাকা মুক্তিপন দাবী করে চিহ্নিত অপহরণকারীরা। পরে পুলিশের অভিযানের কারণে অপহরনকারীরা শিশুকে ফেরত দেয়। তাদের দেখানো তথ্যমতে অস্ত্র উদ্ধার অভিযানে গেলে বন্দুকযুদ্ধের ঘটনাটি ঘটে।
 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন