বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

রাজধানীতে ফিরছে মানুষ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ জুন, ২০১৯, ১১:৪৩ এএম

ঈদুল ফিতরের ছুটি শেষে রাজধানীসহ কর্মস্থলগুলোতে ফিরছে লাখ লাখ মানুষ। আজ শনিবার সকাল থেকেই সদরঘাট লঞ্চ টার্মিনাল, কমলাপুর রেলস্টেশন ও গাবতলীসহ রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে ছিল মানুষের ভিড়।

আগামীকাল রোববার থেকে অফিস-আদালত খুলবে। তাই পরিবার নিয়ে শনিবার থেকেই রাজধানীতে ফিরতে শুরু করছেন লোকজন। উত্তরবঙ্গ থেকে ফিরতে টাঙ্গাইল থেকে গাজীপুর পর্যন্ত কিছুটা বেগ পোহাতে হয়েছে ঢাকামুখী মানুষকে।

ঈদের ছুটিতে অধিকাংশ মানুষ গ্রামে চলে যাওয়ায় এ কদিন ঢাকা মহানগরী ছিল বেশ ফাঁকা। আজ শনিবার সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকামুখী যাত্রীদের ভিড় বাড়ছে। বাস টার্মিনাল, রেলস্টেশন, সদরঘাটে ক্রমেই চাপ বাড়ছে।

তবে লোকজন ফিরলেও এক সপ্তাহের আগে স্বাভাবিক চাঞ্চল্য ফিরবে না রাজধানীতে এমনটিই মনে করছেন সংশ্লিষ্টরা।

যাত্রীর চাপ সামাল দিতে রেলওয়ে কর্তৃপক্ষ বাড়তি ট্রেনের ব্যবস্থা করেছে। যতদিন বাড়তি ভিড় থাকবে ততদিন পর্যন্ত ট্রেনের বিশেষ সেবা চলবে বলে জানিয়েছে কমলাপুর রেল স্টেশন কর্তৃপক্ষ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন