বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

স্বরাষ্ট্রমন্ত্রীর কম কথা বলা উচিত রাজনাথ

প্রকাশের সময় : ৩১ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রীর বেশি কথা বলা উচিত নয় বলে মন্তব্য করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। এনডিটিভিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এই মত দেন রাজনাথ সিং। সাক্ষাৎকারটি গত রোববার এনডিটিভি অনলাইনে প্রকাশিত হয়েছে। বিজেপির কেন্দ্রীয় সরকারের এই প্রভাবশালী মন্ত্রী বলেন, তিনি মনে করেন, স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকা ব্যক্তির কম কথা বলা উচিত। রাজনাথ সিং বলেন, কেবল প্রয়োজনেই কথা বলেন তিনি। এ ছাড়া তদন্তাধীন কোনো বিষয়ে কথা বলার সময় সতর্ক থাকেন। ভারতে জন্ম নেওয়া কাউকে দেশবিরোধী হিসেবে আখ্যায়িত না করার পক্ষে মত দেন রাজনাথ সিং। রাজনাথ সিং বলেন, ভারতে নিরাপত্তার ক্ষেত্রে কিছু বড় ধরনের চ্যালেঞ্জ রয়েছে। মন্ত্রী হওয়ার পর বিষয়টি বুঝতে পেরেছেন তিনি। এনডিটিভি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন