বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রাউজানে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করলেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ

দুজনকে ধরে পুলিশে সোপর্দ ৬ মাসের কারাদন্ড

রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ জুন, ২০১৯, ৭:১১ পিএম

রাউজান হলদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে মাদক ও ইয়াবার বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করা হয়েছে। রোববার বিকাল ৫টায় হলদিয়া ইউনিয়ন পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হলদিয়া ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জানান, আমার ইউনিয়নে আর কেউ মাদক দ্রব্য ও সেবন করতে পারবেনা। আমরা এ বিষয়ে হলদিয়া ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ একট্রা হয়ে ইয়াবা ও মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করলাম। তিনি জানান রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরীর নির্দেশনা ও উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার বাবুলের সহযোগিতায় আমরা সকলেই ঈদের দিন থেকে মাদকের বিরুদ্ধে নেমে পড়েছি। কেউ মাদক বিক্রি ও সেবন করলে তার রেহায় হবে না। এক প্রশ্নের জবাবে শফিকুল ইসলাম জানান, আমাদের দলের কেউ বিক্রি ও সেবন সেবন করলে তাকেও ছাড় দেওয়া হবে না। তিনি বলেন মাদক বিরুধী অভিযানের একটি শক্তিশালি আট সদস্য বিশিষ্ট আহব্বায়ক কমিটি করা হয়েছে। যে কমিটির মাধ্যমে শনিবার দুই মাদক ব্যবসায়ীকে বাড়ী থেকে ধরে এনে থানা প্রশাসনের নিকট সোর্পদ করা হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা সাবেক চেয়ারম্যান আব্দুল মোমেন চেšধুরী,এস এম বাবর,আলহাজ্ব মাহবুবুল আলম,জিয়াউল হক চৌধুরী সুমন,সরোয়ার মেম্বার,মোহাম্মদ আলী মেম্বার,যুবলীগ নেতা মুহাম্মদ মনছুর,হাছান মুরাদ রাজু,মোহাম্মদ জামাল উদ্দিন প্রমুখ। আওয়ামীলীগ নেতৃবৃন্দ মাদক আসামীদের আইনের ফাঁক ফোকর দিয়ে যাতে বের হতে না পারে সরকারের নিকট সে দাবী জানান।
আটক দুজনকে ৬ মাসের কারাদন্ড
হলদিয়া ইউনিয়ন থেকে আটক আব্দুল কাদের (৩২), পিতা আব্দুল হাদী, সাং এয়াছিন নগর, ৬নং ওয়ার্ড ও মুজিবুর রহমান প্রকাশ জনি (২৮), পিতা মৃত মফিজুর রহমান, গস্খাম এয়াছিন নগর, ৬নং ওয়ার্ড। আটক এ দুজনকে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জোনায়েদ কবির সোহাগ। রোববার দুপুরে উপজেলা অফিসে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ সাজা প্রদান করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন