শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

চীনের উদ্দেশে বাণিজ্যমন্ত্রীর ঢাকা ত্যাগ

অর্থনৈতিক রিপোর্টার : | প্রকাশের সময় : ১১ জুন, ২০১৯, ১২:০৫ এএম

বাণিজ্যমন্ত্রী টিপু মুন্শি চীনের কুনমিং-এ অনুষ্ঠিতব্য ‘সেকেন্ড চায়না-সাউথ এশিয়া কো-অপারেশন ফোরাম’ এ যোগ দিতে গতকাল চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। চীনের ইউনান প্রদেশের গভর্ণর রুআন চেংফা এর আমন্ত্রণে তিনি এ ফোরামে যোগদান করছেন।

চীনের কুনমিং-এ ১২-১৮ জুন ‘সাউথ এন্ড সাউথ ইষ্ট এশিয়া কমোডিটি এক্সপো এন্ড ইনভেষ্টমেন্ট ফেয়ার এন্ড সেকেন্ড চায়না-সাউথ এশিয়া কো-অপারেশন ফোরাম-২০১৯’ অনুষ্ঠিত হচ্ছে। সাইড ইভেন্ট হিসেবে ১০-১১ জুন ‘সেকেন্ড চায়না-সাউথ এশিয়া কো-অপারেশন ফোরাম’ অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানে বাংলাদেশের অংশ গ্রহনে চীন ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাথে বাংলাদেশের বাণিজ্য , বিনিয়োগ ও পর্যটন খাতে সহযোগিতা বৃদ্ধি পাবে। মন্ত্রী ১২ জুন সাউথ এন্ড সাউথ ইষ্ট এশিয়া কমোডিটি এক্সপো এন্ড ইনভেষ্টমেন্ট ফেয়ার এর উদ্বোধনী অনুষ্ঠানেও যোগদান করবেন।

বাণিজ্যমন্ত্রী টিপু মুন্শি ৪ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। মন্ত্রী আগামী ১৩ জুন দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন