বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বোয়ালমারীতে ডাকাতি মামলার পলাতক আসামি গ্রেফতার

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ জুন, ২০১৯, ৪:৪৮ পিএম

ফরিদপুরের বোয়ালমারী পৌর শহরের সরকারি কলেজের সামনে থেকে গত ৯ জুন রবিবার রাত দুইটার দিকে ১০ মাস পলাতক থাকা ডাকাতি মামলার আসামি মো. তামিম শেখকে (২০) আটক করে বোয়ালমারী থানা পুলিশ। আটককৃত আসামিকে ওইদিন সন্ধ্যায় ফরিদপুর অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
থানা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৫ আগস্ট পৌর শহরের কলেজ রোডস্থ মৃত অধ্যক্ষ লুৎফর রহমান মিয়ার বাসায় ডাকাতি হয়। ডাকাতির ঘটনায় লুৎফর রহমানের ছেলে এএইচএম মশিউর রহমান মাসুম বাদী হয়ে ওইদিন বোয়ালমারী থানায় অজ্ঞাত আসামী করে ডাকাতি মামলা করেন। মামলা নং ১০, তাং- ১৫.০৮.২০১৮ ইং। ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে তাৎক্ষনিক পৌর শহরের ৩নং ওয়ার্ড কামারগ্রামের বাসিন্দা মৃত বজলুর রশিদ মোরাদের ছেলে মো. সম্রাটকে আটক করে জেল হাজতে পাঠায় পুলিশ। ঘটনার পর পালিয়ে যায় মামলার প্রধান আসামি কামারগ্রামের আলিম শেখের ছেলে মো. তামিম শেখ। ডাকাতি ঘটনার ১০মাস পর তামিম এলাকায় ফিরে এলে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক দীপঙ্কার সান্যাল গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার রাতে সরকারি কলেজের সামনে থেকে তাকে আটক করে। তামিম শেখকে ফরিদপুরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে সে নিজে ডাকাতির সাথে জড়িত স্বীকার করে সহযোগী অন্য দুই আসামির নাম উল্লেখ করে জবানবন্দী দেয়। তামিম আরও উল্লেখ করে, ডাকাতিকৃত নগদ টাকার দুই লাখ সম্রাট, দেড় লাখ সে নিজে এবং বাকি টাকা ও স্বর্ণালঙ্কার অপর পলাতক আসামি নিয়ে যায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন