শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

শেরপুরে অগ্নিকাণ্ডে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

শেরপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ জুন, ২০১৯, ৭:৪০ পিএম

শেরপুর শহরের সজবরখিলা মহল্লায় আজ ১১ জুন দুপুরে এক অগ্নিকান্ডে একটি বাসা পুরে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যুতের সর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে মুহুর্তেই পুরো বাসা আগুন ছড়িয়ে পড়ে। এতে বাসার সমস্ত মালামাল ও একটি কোম্পানীর বেশকিছু বইসহ প্রায় আট লক্ষাধিক টাকার মালামাল পুড়ে যায়।
শ্রীবরদীর রুপার পাড়ার রতন ডাক্তারের বাসাটি একটি বেসরকারী কোম্পানীর রিপ্রেজেনটেটিভ মাসুদ পারভেজকে ভাড়া দেয়। ভাড়াটিয়া বাসাটি তালাবদ্ধ করে বাইরে চলে যায়ার পর আগুন লাগে ওই বাসায়। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রনে আনলেও ততক্ষনে বাসার সবকিছুই পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগার পর ভাড়াটিয়া বাসায় এসে দেখে সবকিছু ভস্মিভূত। ভাড়াটিয়া মাসুদ পারভেজ জানান, তার আসবাবপত্র, বইসহ অন্তত ৫লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে। এছাড়া বাসাবাড়ির আরো অন্তত ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন