বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ঝালকাঠিতে চলছে বিজ্ঞানমেলা

ঝালকাঠি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ জুন, ২০১৯, ১২:০৫ এএম

ঝালকাঠিতে ৪০ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে গতকাল মঙ্গলবার থেকে চলছে তিন দিনব্যাপী বিজ্ঞানমেলা। ‘বিজ্ঞান ও প্রযুক্তি, অগ্রগতির মূল শক্তি’ স্লোগান নিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহযোগিতায় জেলা প্রশাসন এ মেলার আয়োজন করে। সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত বিজ্ঞানমেলায় ২২টি স্টল স্থান পেয়েছে। এতে জেলার ৪টি উপজেলা থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও বিজ্ঞান ক্লাবের অর্ধ শতাধিক বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শিত হচ্ছে। এছাড়াও মেলা উপলক্ষে বিজ্ঞান বিষয়ক আলোচনা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়। ঝালকাঠির জেলা প্রশাসক মো. হামিদুল হক বিজ্ঞানমেলা উদ্বোধন করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফুল ইসলামের সভাপতিত্বে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার তানিয়া ফেরদৌস, উপজেলা ভাইসচেয়ারম্যান মঈন তালুকদার, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন খান, টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি হেমায়েত উদ্দিন হিমু এবং বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও শিক্ষার্থীসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন