মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

নকলনবিসদের চাকরি জাতীয়করণের দাবিতে ঘেরাও কর্মসূচি

তেতুলিয়া (পঞ্চগড়) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ জুন, ২০১৯, ১২:০৫ এএম

পঞ্চগড়ে নকলনবিসদের চাকরি জাতীয় করণের দাবিতে পঞ্চগড় জেলা রেজিস্টার কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে জেলার নকলনবিসগণ। গতকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ২ টা পর্যন্ত জেলা রেজিস্টার কার্যালয় ঘেরাও কর্মসুচী পালন করে তারা। এতে জেলা ৬টি রেজিস্ট্রি অফিসের ২শ’ ৫০ জন নকলনবিসরা অংশ নেন।

এসময় বক্তব্য রাখেন, রংপুর বিভাগীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এলাহি কুদরত-আমিন সাগর, জেলা নকলনবিসের সভাপতি কাঞ্চন কুমার বর্মন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস প্রমুখ।

বক্তারা বলেন, নকলনবিসগণের চাকরি জাতীয় করণের দাবিতে আমরা পঞ্চগড় জেলা রেজিস্টার কার্যালয় ঘেরাও কর্মসুচী পালন করেছি। বক্তারা আরো বলেন, ১৯৭৪ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুরের জাতীয়করণের ঘোষণা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৯৮৪ সালের সানুগ্রহ সমর্থনের বাস্তবায়নসহ যৌক্তিক দাবির বাস্তবায়ন চাই। দাবি মানা না হলে কঠোর কর্মসুচী ঘোষণা করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন