শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সংবাদ প্রকাশের পরে লালপুরে আম ও লিচুতে ফ্রুট ব্যাগিং পদ্ধতি পরিদর্শনে নাটোর হর্টিকালচার উপ-পরিচালক

লালপুর (নাটোর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ জুন, ২০১৯, ১০:৩১ এএম

গত ২৬ মে দৈনিক ইনকিলাবে লালপুরে ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে আম ও লিচুর চাষ শিরোনামে প্রতিবেদন প্রকাশের পরে 

ফ্রুট ব্যাগিং পদ্ধতি পরিদর্শন করেছেন নাটোর হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক স ম মেফতাহুল বারী।
মঙ্গলবার (১১ জুন) বিকেলে লালপুর উপজেলার বিজয়পুর গ্রামের চাষি কামরুজ্জামান লাভলুর বাগান পরিদর্শন করেন । এসময় চাষী কামরুজ্জামান লাভলু কে ফ্রুট ব্যাগিং পদ্ধতি সম্পর্কে বিভিন্ন পরামর্শ প্রদান করেন নাটোর হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক স ম মেফতাহুল বারী। এসময় নাটোরের অতিরিক্ত উপ-পরিচালক হাবিবুল ইসলাম খাঁন (হর্টিকালচার), লালপুর উপজেল কৃষি অফিসার রফিকুল ইসলাম, ওয়ালিয়া উপ-সহকারী কৃষি অফিসার সালাউদ্দিনসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ‘লালপুর উপজেলার বিজয়পুর গ্রামের চাষী কামরুজ্জামান লাভলু গত বছর তিনি ১০ বিঘা জমিতে ৩২ হাজার আমে ফ্রুট ব্যাগিং করে সফলতা পেয়ে এবছর বানিজ্যক ভাবে বিষমুক্ত নিরাপদ ফল উৎপাদন ও বিদেশে রপ্তানির উদ্দেশ্যে তিনি ১০ বিঘা জমিতে ৩৫ হাজার (আ¤্রপালি, খিরসাপাতি, লক্ষণা, লেংড়া, ফজলি ও আশ্বিনী) জাতের আম ও ১৫ হাজার বোম্বায় ও চায়না থ্রিরি জাতের লিচুতে ফ্রুট ব্যাগিং করেছেন।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন