শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

শোতে আগুন নিয়ে খেলতে গিয়ে...

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৩ জুন, ২০১৯, ১২:০৫ এএম

একটি ট্যালেন্ট শো আয়োজন করেছিল এনএইচএস নামের সংস্থা। সেখানে স্টেজে আগুন খাওয়া (ফায়ার ইটিং অ্যাক্ট) ‘পারফম’ করতে গিয়ে একজন নার্স (পেশায়) ভয়ানকভাবে আগুনে পুড়ে যান। এই প্রেক্ষিতে অনুষ্ঠানটি বাতিল করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। আগুনে পুড়ে যাওয়া ওই নার্সের নাম ক্রিস্টি কুলুম। তিনি হ্যাম্পশায়ারের উইনচেস্টারের থিয়েটার রয়্যালে অনুষ্ঠিত প্রোগ্রামে ২১০ জন দর্শককে আনন্দ দিতে গিয়ে গুরুতরভাবে আহত হন। জানা গেছে, সৌভাগ্যক্রমে দর্শকদের সারিতে কয়েকজন চিকিৎসক ও চিকিৎসাকর্মী উপস্থিত ছিলেন। তিনি আগুনের পুড়ে যাওয়ার সময় তা তাদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়। প্রোগামটির প্রথমার্ধের সময় কুলুমের দুর্ঘটনাটি ঘটে। এরপর ‹এনএইচএস গোট ট্যালেন্ট› অনুষ্ঠানটি পরিত্যক্ত হয়। প্রতিযোগিতাটির প্রদর্শন পুনরায় নির্ধারিত করা হবে যাতে উইন্টারচেষ্টার হোমপিস আপিলের জন্য অর্থ সংগ্রহ করা যায়। কুলুমকে অ্যাম্বুলেন্সে ভিলশায়ারের সালিসবারি পোনিা হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হয়েছে। এখন তিনি সেখানেই রয়েছেন। ওই অনুষ্ঠানের একজন দর্শক লিজ বেলডুইন ফেসবুকে পোস্টে লিখেছেন, ঘটনাটা খুবই উদ্বেগজনক ছিল। আমরা তাকে দুর্ঘটনা থেকে দ্রুত পুনরুদ্ধারের চেষ্টা চালিয়েছে। ডেইলি মেইল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন