শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

কাঁচা পাট রফতানির নিষেধাজ্ঞা প্রত্যাহার

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১২ জুন, ২০১৯, ৯:০১ পিএম

আনকাট, বাংলা তোষা রিজেকশন (বিটিআর) এবং বাংলা হোয়াইট রিজেকশন (বিডব্লিউআর)-এই তিন ধরনের কাঁচা পাট রফতানিতে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সরকার। তিন ধরনের কাঁচা পাট রফতানিতে গত বছরের ১৮ জানুয়ারি জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে আদেশ জারি করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। পাট আইন ২০১৭ এর ১৩ ধারায় আনকাট, বিটিআর এবং বিডব্লিউআর ক্যাটাগরির কাঁচা পাটের রফতানি বন্ধ করেছিল সরকার।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, পাটকাঠি থেকে ছাড়ানোর পর আঁশ রোদে শুকিয়ে যে পাট পাওয়া যায় সেটিকে আনকাট বলা হয়, এতে ভালো-মন্দ সব অংশই থাকে।

আর তোষা জাতের পাটের খারাপ অংশটুকুকে বিটিআর এবং সাদা জাতের পাটের খারাপ অংশকে বিডব্লিউআর হিসেবে চিহ্নিত করা হয়। পণ্যে পাটের মোড়কের ব্যবহার নিশ্চিত করতে ২০১৫ সালের ৩ নভেম্বর এক মাসের জন্য সব ধরনের কাঁচা পাট রফতানিতে নিষেধাজ্ঞা দেয় সরকার। এর এক মাস পর কাঁচা পাট রফতানিতে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা আরোপ করা হয়। সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল ২০১৬ সালের ৩ এপ্রিল। এরপর গত বছর তিন ধরনের কাঁচা পাট রফতানিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন