শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বগুড়ায় পুলিশের ওপর হামলা : গ্রেফতার ১৬

বগুড়া ব্যুরো : | প্রকাশের সময় : ১৪ জুন, ২০১৯, ১২:৩২ এএম

বগুড়ার সারিয়াকান্দির কাজলা পল্লীতে গ্রামবাসীর হামলায় ৪ পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় ১৬ গ্রামবাসীকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় সারিয়াকান্দি উপজেলার কাজলা ইউপির কটাপুর ও পাটেরদহ গ্রাম এলাকার মানুষদের মধ্যে ভয় ও ক্ষোভ সৃষ্টি হয়েছে । গ্রেফতার আতঙ্কে ওই এলাকার অধিকাংশ পরিবারের পুরুষ সদস্যরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, গত বুধবার দুপরে কটাপুর এলাকার বাজারে স্থানীয় একটি পুকুরের মালিকানা নিয়ে দু’দল মানুষের বিবাদ মেটাতে গ্রামবাসীদের নিয়ে বৈঠকে বসে পুলিশ। তবে একটি পক্ষে পুলিশের ভ‚মিকা নিয়ে শালিসে উপস্থিত লোকজনের একটি অংশ বিক্ষুদ্ধ হযে ওঠে। পুলিশ বিক্ষুদ্ধ লোকজনের মধ্যে ১ জনকে আটক করে থানায় নেওয়ার চেষ্টা করলে তাকে ছাড়িয়ে নেওয়ার জন্য পুলিশের ওপর হামলা চালায় গ্রামবাসী ।

গ্রামবাসীর হামলায় গুরুতর আহত হন পুলিশের এএসআই মিজানুর ও নারায়ন কুমার এবং কনস্টেবল মামুন ও নজরুল । এ পরিস্থিতিতে পুলিশ কোনোক্রমে ঘটনাস্থল থেকে সারিয়াকান্দিতে ফিরে আসে ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন