অনেকে বলে হৃতিক রোশন তার পরিচিত এবং ঘনিষ্ঠ নির্মাতার বাইরে কাজ করেন না। তার ব্যতিক্রম ঘটতে যাচ্ছে। তিনি এখন আগে কাজ করেননি এমন পরিচালকদের সঙ্গে কাজ করার উদ্যোগ নিয়েছেন।
সঞ্জয় গুপ্ত’র ‘কাবিল’ ফিল্মটির কাজ শেষ করে তিনি একটি কমেডি ফিল্মে কাজ করবেন। সঞ্জয় গুপ্তর সঙ্গে যেমন এটি তার প্রথম চলচ্চিত্র তেমনি কমেডিতেও প্রথম চেষ্টা। আর কমেডিতে তার যাত্রা শুরু করার জন্য সাজিদ খানের চেয়ে ভাল পরিচালক আর কে হতে পারে? সবার জানা সাজিদ কেমন কমেডি চলচ্চিত্রকার; অনেকের মতে তিনি মজা না করতে চাইলেও তা মজার হয়ে যায়।
এক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে হৃতিক রোশন সাজিদ খানের পরিচালনায় একটি পুরাদস্তুর কমেডি ফিল্মে অভিনয় করবেন। “হৃতিকের জন্য নিজেকে নতুন করে আবিষ্কার করার সময় এসেছে। ‘গুজারিশ’, ‘ব্যাং ব্যাং’ আর ‘মহেঞ্জো দারো’র মত পরপর কয়েকটি সিরিয়াস ফিল্মের পর তিনি কিছুটা শিথিল হতে চাইছেন,” সূত্র বলেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন