শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ঝালকাঠি-বরিশাল রুটে বাস চলাচল বন্ধ ঝালকাঠি

জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৭ জুন, ২০১৯, ১২:০৬ এএম

 অতিরিক্ত চাঁদা না দেয়ায় বাসচালককে মারধরের প্রতিবাদে এবার ঝালকাঠি-বরিশাল রুটে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে। তবে বরিশালের রূপাতলীর নির্ধারিত বাসস্ট্যান্ডের ৪ কিলোমিটার দূরে গিয়ে ঝালকাঠির কালিজিরা এলাকা থেকে ঝালকাঠি, খুলনা, বাগেরহাট, বরগুনা, পিরোজপুরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাত রুটে বাস চলাচল শুরু করেছে। এতে বিশেষ করে শিশু ও বয়স্ক লোক চরম অসুবিধায় পড়ছেন। গুনতে হচ্ছে অতিরিক্ত খরচ, নষ্ট হচ্ছে সময়।

ঝালকাঠি বাস ও মিনিবাস মালিক সমিতি কর্মকর্তারা জানান, ঝালকাঠি সমিতির রংধনু নামে একটি বাসের চালক মিলন হাওলাদারের কাছে শনিবার সকালে বরিশালের রূপাতলী বাসস্ট্যান্ডে মালিক সমিতির লোকজন স্ট্যান্ড ফি বাবদ এক হাজার টাকা চাঁদা দাবি করে। প্রকৃতপক্ষে চাঁদার পরিমান ৯০ টাকা হলেও অতিরিক্ত টাকা দাবি করে তারা। টাকা দিতে রাজি না হওয়ায় বরিশাল-পটুয়াখালী বাস ও মিনিবাস মালিক সমিতির লোকজন ঝালকাঠির বাসচালক মিলন হাওলাদারকে মারধর করে। এর প্রতিবাদে ঝালকাঠি বাস মালিক সমিতি অভ্যন্তরিন রুটসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৮ রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন। একদিন বন্ধ থাকার পরে রূপাতলী স্ট্যান্ডের পরিবর্তে ঝালকাঠির কালিজিরা এলাকা থেকে বাস চলাচল শুরু করে জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি। ফলে বরিশাল-পটুয়াখালী বাস মালিক সমিতির কোন গাড়ি ঝালকাঠির সড়ক ব্যবহার করে চলাচল করতে পারছে না। মাঝপথে বাস থামানোর কারণে বিকল্প যানবাহনে বরিশাল যেতে হয় যাত্রীদের। এতে যাত্রীদের গুনতে হচ্ছে অতিরিক্ত অর্থ, নষ্ট হচ্ছে সময়। এদিকে মালিক সমিতির দ্ব›েদ্বর জেরে সম্পূর্ণ বন্ধ রয়েছে নলছিটি-রুপাতলী যাত্রীবাহী বাস চলাচল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন