বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

সন্ত্রাসবাদ দমনে সফল সামনের সারিতে পাকিস্তান : ইমরান

হামলা শঙ্কায় ভারতকে সতর্ক পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ জুন, ২০১৯, ১২:০৫ এএম

সন্ত্রাসবাদ দমনে সফল পাকিস্তান। বিশ্বের যে কয়েকটি দেশ সন্ত্রাসবাদ দমনে সাফল্য অর্জন করেছে, তার মধ্যে পাকিস্তানের অবস্থান সামনের সারিতে। এমনই দাবি করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। কিরঘিজিস্তানের রাজধানী বিশকেকে এখন চলছে সাংহাই কর্পোরেশন অরগানাইজেশনের সম্মেলন। সেখানেই পাকিস্তানের প্রধানমন্ত্রী এই দাবি করেন। তার কথায়, পাকিস্তান সবসময় সন্ত্রাসবাদের সমালোচনায় মুখর হয়। এবার সাংহাই কর্পোরেশন অরগানাইজেশনের ১৯তম সম্মেলন চলছে। ওই সম্মেলনেই ইমরান খান দাবি করেছেন, পাকিস্তান তাদের সন্ত্রাসবাদ দমনের অভিজ্ঞতা ও কৌশল সকলের সঙ্গে ভাগ করে নিতে প্রস্তুত। এদিনের ওই সম্মেলন থেকে আফগানিস্তান প্রসঙ্গেও মুখ খুলেছেন ইমরান খান। পাকিস্তানের প্রধানমন্ত্রীর দাবি, সেনা দিয়ে আফগানিস্তানের সমস্যার সমাধান করা সম্ভব নয়। তবে সেদেশে শান্তি ফেরাতে পাকিস্তান সবসময় সাহায্য করবে বলেও তিনি এদিন জানিয়েছেন। ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় আবারও জঙ্গি হামলার ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে ভারতকে সতর্ক করে দিয়েছে পাকিস্তান। এমন খবর পাওয়া মাত্রই উপত্যকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভারতকে সতর্ক করে পাকিস্তান জানিয়েছে, অবন্তিপুরার কাছে কোনও একটি জায়গায় জঙ্গিরা গাড়িতে আইইডি বিস্ফোরণ ঘটানোর ছক কষেছে। এই একই তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্রও। জি নিউজ এ খবর জানিয়েছে। জাকির মুসার হত্যার বদলা নিতেই এই বিস্ফোরণ ঘটানোর ছক কষেছে জঙ্গিরা। এমনটাই মনে করছে উপত্যকার নিরাপত্তারক্ষীরা। গত মাসেই সেনাবাহিনীর হাতে নিহত হয় জাকির মুসা। ২০১৭ সাল থেকে উপত্যকায় সক্রিয়ভাবে জঙ্গি কার্যকলাপ চালাচ্ছিল জাকির মুসা। হিজবুল মুজাহিদিন থেকে আলাদা হয়ে আল কায়দা সমর্থিত আনসার ঘাজওয়াত উল হিন্দ নামে একটি জঙ্গি সংগঠন চালাচ্ছিল সে। গত ফেব্রæয়ারিতে পুলওয়ামায় আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়েছিল জঙ্গিরা। মৃত্যু হয়েছিল প্রায় ৪০ জন সিআরপিএফ জওয়ানের। তার পাল্টা জবাবে পাক অধিকৃত কাশ্মীরের বালাকোটে অভিযান চালায় ভারতীয় বিমানবাহিনী। এই ঘটনাকে কেন্দ্র করে দু’দেশের সম্পর্কের চূড়ান্ত অবনতি হয়। এক্সপ্রেস ট্রিবিউন, জিনিউজ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (5)
Peculiar Saha ১৭ জুন, ২০১৯, ১:৫৬ এএম says : 0
এখন আর কোন বড় হামলা হবে না,আবার হবে ২০২৪ এর নির্বাচনের আগে,ধর্মীয় উন্মাদনা কাজে লাগিয়ে ভোটেে জেতার জন্য ।
Total Reply(0)
Subol Roy ১৭ জুন, ২০১৯, ১:৫৮ এএম says : 0
আস্তে বলুন পাশের বাড়ির লোক এখনো জেগে আছে
Total Reply(0)
Sujit Kumar Pal ১৭ জুন, ২০১৯, ১:৫৯ এএম says : 0
সন্ত্রাসের একমাত্র ঠিকানা.... ভারত।
Total Reply(0)
মনিরুল ইসলাম ১৭ জুন, ২০১৯, ২:০০ এএম says : 0
ভারত নিজেই নিজেদের ওপর হামলা করে পাকিস্তানকে ফাঁসাতে চাই।
Total Reply(0)
Yeasin Ahmed ১৭ জুন, ২০১৯, ১০:০০ এএম says : 0
Go ahead ......................
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন