বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

এবার র‌্যাবের অভিযান নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৭ জুন, ২০১৯, ১২:০৫ এএম

এবার র‌্যাবের অভিযান নিয়ে চলচ্চিত্র নির্মিত হচ্ছে। চলচ্চিত্রটি নির্মাণ করছেন পুলিশের অভিযান নিয়ে নির্মিত সিনেমা ঢাকা অ্যাটাকের পরিচালক দীপংকর দীপন। সিনেমাটির নাম অপারেশন সুন্দরবন। সুন্দরবনে র‌্যাবের দুঃসাহসিক অভিনয় নিয়ে নির্মিত হবে এটি। প্রযোজনা করছে র‌্যাব ওয়েলফেয়ার ট্রাস্ট ও থ্রি হুইলারস লিমিটেড। সম্প্রতি রাজধানীর একটি রেস্তোঁরায় দুই প্রযোজনা প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র‌্যাবের মহাপরিচালক ড. বেনজীর আহমেদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল করিম, মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজারসহ আরও অনেকে। এছাড়াও উপস্থিত ছিলেন সিনোটির অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান থ্রি-হুইলার্স লিমিটেডর ভাইস চেয়ারম্যান খালেদুর রহমান জুয়েল এবং সিনেমাটির পরিচালক দীপংকর দীপন। দীপংকর দীপন বলেন, অপারেশন সুন্দরবন বাংলাদেশের প্রথম ওয়াইল্ড লাইফ থ্রিলার ছবি। সারা পৃথিবীতে এ ধরনের ছবির ব্যাপক চাহিদা রয়েছে। সুন্দরবনে যখন আমরা রিসার্চ করতে যাই তখন মনে হয়েছে এখানে গ্যাংস্টারধর্মী ছবি নির্মাণের সকল উপাদান আছে। দীপন জানান, এক বছর সুন্দরবন নিয়ে গবেষণার পর রিসার্চ পেপার র‌্যাবের কাছে উপস্থাপন করি। তখন র‌্যাব এই সিনেমাটির সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছার কথা জানায়। প্রধান অতিথির বক্তব্যে র‌্যাবের মহাপারিচালক ড. বেনজীর আহমেদ সুন্দরবনকে দস্যুমুক্ত করার ক্ষেত্রে র‌্যাবের ভ‚মিকার কথা তুলে ধরেন। সেই সঙ্গে সুন্দরবনে র‌্যাবের অভিযানের ওপর চলচ্চিত্র নির্মার্ণের উদ্যোগের প্রশংসা করেন। সিনেমাটি যেনো পুরোপুরি উপভোগ্য করে নির্মাণ করা হয় সেজন্য নির্মাতাকে অনুরোধ করেন তিনি। সিনেমাটির অভিনেতা-অভিনেত্রীর নাম পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে পরিচালক জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন