বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রাসিকের স্বাস্থ্যসেবা প্রশংসায় ১১ সিটির কর্মকর্তা

রাজশাহী ব্যুরো : | প্রকাশের সময় : ১৭ জুন, ২০১৯, ১২:২৯ এএম

 রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেছেন, রাজশাহী সিটি কর্পোরেশনের স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সেবা পৌঁছে দেয়। এ কারণে স্বাস্থ্যসেবা দৃষ্টান্ত স্থাপন করেছে রাসিক। সবাই মিলে একসাথে স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যমাত্রাকে আরো এগিয়ে নিতে চাই।

গতকাল রোববার দুপুরে নগরভবনের সরিৎ দত্ত গুপ্ত সভা কক্ষে ইপিআই একচেঞ্জ ভিজিট কার্যক্রম বিষয়ক অভিজ্ঞতা বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মেয়র। সভায় দেশের ১১ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা/স্বাস্থ্য কর্মকর্তা/ মেডিকেল অফিসারগন অংশ নেন। শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য রক্ষা ব্যবস্থা স্থায়ী কমিটির সভাপতি মো. নুরুজ্জামানের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম।

সভায় কুমিল্লা সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মাসুদ্দিন চিশতি বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের রাস্তাঘাট, ফুটপাত অনেক পরিস্কার। রাস্তা দিয়ে যাওয়ার সময় কোন দূর্গন্ধ পাইনি। রাজশাহী সিটি কর্পোরেশন তাদের এ সফলতা আগামীতেও ধরে রাখবে এ প্রত্যাশা করি। সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম ও খুলনা সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার বলেন, স্বাস্থ্যসেবায় রাজশাহী সিটি কর্পোরেশন দেশের রোল মডেল। আমরা রাজশাহী সিটি কর্পোরেশনের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাই। এছাড়া অন্যান্য সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তাবৃন্দ রাজশাহী সিটি কর্পোরেশনের স্বাস্থ্য সেবার ভূয়সী প্রশংসা করেন।

সভায় উপস্থিত ছিলেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব রেজাউল করিম, মেয়রের একান্ত সচিব আলমগীর কবির, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল, ইপিআই হেড কোয়ার্টার এর ইপিআই প্রোগ্রাম ম্যানেজার ডা. মাওলা বকস, রংপুর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান ইবনে তাজ, গাজীপুর সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. রহমাত উল্লাহ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেডিক্যাল অফিসার ডা. হাসান মুরাদ চৌধুরী, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ প্রমুখ।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন