শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

‘অধিনায়কের ভুলেই ম্যাচ হেরেছে পাকিস্তান’

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৭ জুন, ২০১৯, ৫:৩৮ পিএম

ম্যাচের আগে দেশটির স্বয়ং প্রধানমন্ত্রী ইমরান খান বলেছিলেন টস জিতলে ব্যাটিং বেছে নিতে। পাকিস্তান অধিনায়ক করেছেন উল্টোটা। তাছাড়া ম্যাচ চলাকালীন সময়েও সরফরাজ আহমেদের অনেক সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ ছিল বলে জানিয়েছেন ভারতীয় ব্যাটিং কিংবদন্তি শচিন টেন্ডুলকার।
পাক অধিনায়কের অদূরদর্শিতা ও কিছু ভুল সিদ্ধান্তের জন্যই রোববারের হাইভোল্টেজ ম্যাচে ভারতের কাছে হেরেছে পাকিস্তান। এমনটাই মনে করছেন লিটল মাস্টার টেন্ডুলকার। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমার মনে হয় সরফরাজ ম্যাচের সময় ঠিক বুঝতে পারছিল না যে কী করা উচিত আর কী নয়। যখন ওয়াহাব বল করতে আসছিল, তখন ¯িøপে ফিল্ডার না রেখে শর্ট মিড উইকেটে ফিল্ডার রেখে দিয়েছিল। আবার যখন শাদাব বল করতে এল, তখন তার জন্য ¯িøপে ফিল্ডার রাখা হল। পিচের যা পরিস্থিতি ছিল তাতে লেগ স্পিনারের বল গ্রিপ করতে এমনিই অসুবিধা হওয়ারই কথা।তার উপর ¯িøপ রেখে শাদাবের অসুবিধাই করেছেন সরফরাজ। এই রকম বড় খেলায় এই ধরনের সিদ্ধান্ত একেবারেই কাম্য নয়।’
ওয়ানডের সর্বোচ্চ রানের মালিক আরও বলেন, ‘চিন্তাশক্তির অভাব ও চিরাচরিত ভাবনার বাইরে কিছু ভাবতে পারেনি পাকিস্তান। যখন দেখা যাচ্ছে বল সেরকম নড়াচড়া করছে না, তখন সমানে ওভার দ্য উইকেট বল করার মানেই হয় না। ওয়াহাব রাউন্ড দ্য উইকেট বল করতে এলেও ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন