শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

সংসদ অধিবেশন বসছে আজ কাল বাজেট

প্রকাশের সময় : ১ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : দশম জাতীয় সংসদের একাদশতম অধিবেশন বসছে আজ বুধবার। বর্তমান সরকারের তৃতীয় ও দেশের ইতিহাসে এটি ৪৫তম বাজেট অধিবেশন। বিকেল ৫টায় অধিবেশন শুরু হবে। এদিন বিকেল ৪টায় কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে বাজেট অধিবেশনের সময়সূচি নির্ধারিত হবে। গত ১৫ মে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ আহবান জানান। এর আগে গত ৫ মে দশম জাতীয় সংসদের দশম অধিবেশন শেষ হয়।
এদিকে অধিবেশন শুরুর পরের দিন বৃহস্পতিবার বিকেল ৩টায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৬-১৭ অর্থবছরের বাজেট পেশ করবেন। এটি হচ্ছে বাংলাদেশের ৪৫তম বাজেট এবং আওয়ামী লীগ সরকারের ১৭তম। আর অর্থমন্ত্রী হিসেবে আবুল মাল আবদুল মুহিতের দশম বাজেট।
বাজেট অধিবেশনেও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল রয়েছে যা কিছুদিন আগে শেষ হওয়া দশম অধিবেশনে কার্য তালিকায় ওঠানো হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন