শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

মৌলিক চিত্রনাট্য আহ্বান করেছে চলচ্চিত্র পরিচালক সমিতি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ জুন, ২০১৯, ১২:০৯ এএম

ঢাকার চলচ্চিত্রে গল্পের সংকট বহুদিন ধরেই চলছে। বেশিরভাগ ক্ষেত্রে নকল সিনেমা চলছে। এ ধরনের সিনেমা দেখে দর্শকও বিরক্ত এবং হলবিমুখ। গল্প থেকে শুরু করে সংলাপ, দৃশ্য, মারামারি এমনকি পোস্টারেও নকলের অভিযোগ পাওয়া যাচ্ছে। এ নিয়ে প্রায়ই সমালোচনা, বিতর্কের ঝড় উঠছে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে গণমাধ্যমেও। এবার বিষয়টি আমলে নিয়ে নড়েচড়ে বসেছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। চলচ্চিত্রে মৌলিক গল্প উপস্থাপন করার জন্য সমিতি উদ্যোগ নিয়েছে। গুণী চিত্রনাট্যকার ছটকু আহমেদকে আহবায়ক করে সাত সদস্যের একটি উপ-কমিটি করা হয়েছে। কমিটি মৌলিক গল্প নির্ভর চিত্রনাট্য আহ্বান করেছেন। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত, অপ্রতিষ্ঠিত, পরিচিত, অপরিচিত অনেক ভালো মৌলিক গল্পকার, চিত্রনাট্যকার, সংলাপ রচয়িতা আছেন যারা তাদের প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছেন না। সহজ যোগাযোগের মাধ্যম ও তাদের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করার জন্য বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির উদ্যোগে গল্পকার, চিত্রনাট্যকার, সংলাপ রচয়িতা অন্বেষণে উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ৩১ আগস্ট তিন পর্যন্ত এই অন্বেষণ কার্যক্রম চলবে। গল্পকার বা চিত্রনাট্যকারকে তার নাম, ঠিকানা, টেলিফোন নম্বর এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ ‘এ’ ফোর সাইজের পেপারে কম্পোজ করে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি বরাবর জমা দিতে হবে। রেজিস্ট্রিকৃত ডাক যোগে বা ই-মেইলেও পাঠানো যাবে। সঙ্গে ৫০০ টাকা জমা দিয়ে একটি রশিদ সংগ্রহ করতে হবে। ০১৭১২৯৯৯১২৮ নম্বরে বিকাশ করেও টাকা পাঠানো যাবে। গল্প বা চিত্রনাট্য পাঠানোর জন্য ই-মেইল নধহমষধফবংযভরষসফরৎবপঃড়ৎংথধ@ুসধরষ.পড়স. সাত সদস্যের উপ-কমিটির আহŸায়ক কাহিনিকার ছটকু আহমেদ সদস্য সচিব পরিচালক কাহিনিকার কমল সরকার। অপর সদস্যরা হলেন- পরিচালক আব্দুস সামাদ খোকন, পরিচালক সোহানুর রহমান সোহান, পরিচালক শিল্পী চক্রবর্তী, পরিচালক শাহিন সুমন ও পরিচালক কবিরুল ইসলাম রানা। এই উপ কমিটি জমাকৃত গল্প থেকে গল্প যাচাই বাছাই করে পরিচালক সমিতির নির্বাহী কমিটির কাছে প্রেরণ করবে এবং নির্বাহী কমিটি কর্তৃক মনোনীত গল্প নিয়ে চলচ্চিত্র নির্মাণ করা হবে। উল্লেখ্য, নির্বাচিত গল্পকারকে যথাযথ সম্মানী প্রদান করা হবে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন