শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

শীর্ষ ইউটিউব চ্যানেলের মর্যাদা পেল টি-সিরিজ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ জুন, ২০১৯, ১২:০৯ এএম

কয়েক মাসের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর সুইডিশ ইউটিউবার পিউডিপাইকে ছাড়িয়ে গেল ভারতের টি-সিরিজ। প্রথমবারের মত ১০০ মিলিয়ন সাবস্ক্রাইবার সংগ্রহ করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিল ভারতের মিউজিক ও ফিল্ম জায়েন্ট টি-সিরিজ। গিনেস থেকে টি-সিরিজের অন্যতম সত্ত¡াধিকারী ভূষণ কুমারকে বিশেষ সম্মাননা সনদ দেয়া হয়েছে। “গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস থেকে এমন শীর্ষ মর্যাদা লাভ করে আমরা গর্বিত ও রোমাঞ্চিত। এই মাইলস্টোনে পৌঁছার এক দলগত প্রয়াসের ফল। এখন যেহেতু এটি ঘটেছে আমরা নতুন যাত্রা শুরু করে আরও উপরে ওঠার চেষ্টা করব। আমার বাবার (গুলশান কুমার) স্বপ্ন বাস্তব করার জন্য যারা আমাদের সমর্থন করেছেন তাদের আমরা ধন্যবাদ জানাই,” ভূষণ কুমার বলেন। টি-সিরিজের ইউটিউব চ্যানেলের যাত্রা শুরু হয় ১৩ মার্চ, ২০০৬তে। তাদের ২৯ট সাব-চ্যানেল আছে। এসব চ্যানেলে বলিউডের গান ও চলচ্চিত্রের ট্রেলার পোস্ট করা হয়। গত মার্চে পিউডিপাইকে ছাড়িয়ে বিশ্বের শীর্ষ ইউটিউব চ্যানেলে পরিণত হয় টি-সিরিজ। পিউডিপাইয়ের বর্তমান সাবস্ক্রাইবারের সংখ্যা ৯৬ মিলিয়নের কাছাকাছি। সারা বিশ্বে ছড়িয়ে থাকা দক্ষিণ এশিয়ার মানুষ বিশেষ করে টি-সিরিজের সাবস্ক্রাইবার।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন