শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সোয়া ৭ হাজার মামলা, জরিমানা ৩৪ লাখ

ট্রাফিক আইন লঙ্ঘন

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ১৮ জুন, ২০১৯, ১২:০৫ এএম

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৭ হাজার ২৩৬টি মামলায় ৩৪ লাখ ৫ হাজার ৭৯০ টাকা জরিমানা আদায় করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপির) ট্রাফিক বিভাগ এ মামলা ও জরিমানা করেন।

ডিএমপির ট্রাফিক সূত্র জানায়, উল্লেখযোগ্য মামলার মধ্যে- হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে ১১৫টি, হুটার ও বিকনলাইট ব্যবহারে ২টি, উল্টোপথে গাড়ি চালানোয় ১ হাজার ৭৪৯টি, বিভিন্ন স্টিকার ব্যবহারের ১টি, মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোয় ২২টি ও গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করায় চালকের বিরুদ্ধে ৭টি মামলা করা হয়।

এদিকে, মোটরসাবইকেলের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ হাজার ৫৫৭টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও ১৩৮টি মোটরসাইকেল আটক করা হয়। অভিযানকালে ৪৮টি গাড়ি ডাম্পিং ও ৭৪৯টি গাড়ি রেকার করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন