শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

অবিলম্বে ১৫% হজযাত্রী রিপ্লেসমেন্ট অনুমোদন দিন হজযাত্রী ও হাজী কল্যাণ পরিষদ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ জুন, ২০১৯, ১২:০৬ এএম

বাংলাদেশ হজযাত্রী ও হাজী কল্যাণ পরিষদের সভাপতি ড. আব্দুল্লাহ আল নাসের এক বিবৃতিতে চলতি বছরেও সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে ১৫% হজ্জযাত্রীদের রিপ্লেসমেন্ট অনুমোদন দেয়ার জন্য ধর্ম প্রমিন্ত্রী ও সচিবের প্রতি আহবান জানিয়েছেন। তিনি বলেছেন, ১৫% রিপ্লেসমেন্ট অনুমোদন না দেয়া হলে প্রায় ১০ হাজার হজযাত্রীর হজযাত্রা অনিশ্চিত হয়ে পড়বে। তিনি বলেন, হজযাত্রীদের জন্য হজ এজেন্টরা মক্কা-মদিনায় বাড়ী ভাড়া, মোয়াল্লেম ফি, মোয়াল্লেম সার্ভিস চার্জসহ অন্যান্য সকল টাকা পরিশোধ করেছেন। এসব হজযাত্রীরা হজে যেতে না পারলে এজেন্টরা কোটি কোটি টাকার আর্থিক ক্ষতিগ্রস্থ হবে। নির্ধারিত হজ কোটা খালি যাবে। সার্বিকভাবে হজ ব্যব্যস্থাপনা বাধাগ্রস্থ হবে। বর্তমানে ১০% রিপ্লেসমেন্ট না দেয়ার কারণে বিমানের প্রায় ৭ হাজার এবং সাউদিয়া এয়ারলাইন্সের ৫ হাজার টিকেট অবিক্রিত অবস্থায় আছে। তিনি অবিলম্বে রিপ্লেসমেন্ট এর অনুমোদন দেয়ার জন্য আহŸান জানিয়েছেন। অন্যথায় হজ ফ্লাইট খালি যাবে এবং সুষ্ঠু হজ ব্যবস্থাপনার কার্যক্রম বিঘিœত হবে।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন