বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ছাগলনাইয়ায় ভোটার শূণ্য ভোট কেন্দ্র

জালভোট ও ব্যালট ছিনতাইয়ের অভিযোগে আটক ৭

ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ জুন, ২০১৯, ৮:৪৭ পিএম

ছাগলনাইয়া উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান নির্বাচনে ভোটার শূণ্য ভোট কেন্দ্রে সরকার দলীয় নেতাকর্মীদের কেন্দ্র দখল, বেলটে সিল ও জাল ভোটসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। ব্যালট ছিনতাই ও জালভোট দেয়ার অভিযোগে সাতজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার পৃথক চারটি কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।ছাগলনাইয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহমেদ জানান, সকাল ১০টার দিকে জালভোট দেয়ার অভিযোগে দক্ষিণ সতর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মৌলভী সামছুল করিম কলেজ কেন্দ্র থেকে দুইজকে আটক করা হয়। এছাড়াও ব্যালেট ছিনতাইয়ের সময় দক্ষিণ যশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চাঁদগাজী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে থেকে আরও দুইজনসহ উপজেলার বিভিন্ন স্থান থেকে এখন পর্যন্ত সাতজনকে আটক করা হয়েছে।সহকারী রিটার্নিং অফিসার জসিম উদ্দিন জানান, দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া উপজেলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ছাগলনাইয়া উপজেলায় চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। এদিকে নির্বাচনে বেসরকারী ফলাফলে ৩০ হাজার ৮ শত ৯৪ ভোট পেয়ে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন উপজেলা যুবলীগের সভাপতি এনামুল হক মজুমদার ও তার নিকটতম প্রতিদ্বন্ধী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন পেয়েছেন ১ হাজার ১৮ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৮ হাজার ৮৫৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিবি জোলেখা শিল্পী। তার নিকটতম প্রতিদ্বন্ধী আরমিনা ফেরদৌস পেয়েছেন ২ হাজার ২৭৪ ভোট। ছাগলনাইয়া উপজেলায় মোট ভোটার ১ লক্ষ ৪২ হাজার ৭৯ জন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন