বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বরিশালে ২০৩টি সহকারী প্রাথমিক শিক্ষক পদে প্রার্থী ৬২ হাজার সদর উপজেলায় একটি পদে ১৫হাজার প্রার্থী

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ১৯ জুন, ২০১৯, ৬:১১ পিএম

বরিশাল জেলার ১০টি উপজেলার দেড় সহশ্রাধীক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২শ সহকারী শিক্ষকের শূণ্য পদে ৬২ হাজার প্রার্থী ২১ জুন ও ২৮জুন বাছাই পরিক্ষায় অংশ নিচ্ছে। এবার জেলায় ১টি সহকারী শিক্ষকের পদের বিপরিতে প্রার্থী ৭৫জন করে। তবে বরিশাল সদর উপজেলার মাত্র ১টি পদের বিপরিতে এবার প্রার্থী ১৫ হাজার। ফলে আবেদনকারী বেশীরভাগ প্রার্থী ইতোমধ্যে চরমভাবে হতাশায় ভুগছেন। বিশেষকরে সদর উপজেলার ১৫হাজার প্রার্থীর অনেকেই পরিক্ষা কেন্দ্রে না যাবার বিষয়টি ভাবছেন বলেও জানিয়েছেন। 

সরকারী নির্দেশে সম্প্রতি প্রাথমিক ও গন শিক্ষা মন্ত্রনালয় সহকারী শিক্ষকদের শূণ্য পদে নিয়োগ প্রদানের সিদ্ধান্ত প্রদানের পরে লিখত পরিক্ষার মাধ্যমে বাছাই কার্যক্রম শুরু করা হয়েছে। আর এ লক্ষে ২১জুন ও ২৮জন দ্ ুধাপে বরিশালের ৩২টি কেন্দ্রে সহকারী প্রাথমিক শিক্ষকদের বাছাই পরিক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আর এ পরিক্ষায় অংশ গ্রহনের লক্ষে আবেদনকারীর সংখ্যা ৬২ হাজারেরও বেশী। যার মধ্যে বরিশাল সদর উপজেলার ২০৩টি সরকারী প্রাথমিক বিদ্যলয়ের মধ্যে নগরীর বীনাপানি প্রাথমিক বিদ্যালয়ে মাত্র ১টি পদ শূণ্য রয়েছে। আর সদরের একমাত্র এপদটির বিপরিতে আবেদন করেছে ১৫হাজারেও বেশী প্রার্থী।
ফলে এবারের সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ পরিক্ষা নিয়েই হীমশীম খাচ্ছেন প্রাথমিক শক্ষা অধিদপ্তর সহ জেলা প্রশাসনও।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন