বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

বাংলাদেশ থেকে পণ্য আমদানি করবে আজারবাইজান

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ জুন, ২০১৯, ৮:৪৩ পিএম

 

বাংলাদেশের ব্যবসায়ীদের সাথে বাণিজ্য সম্পর্ক আরো বাড়াতে আসবাবপণ্য, সিরামিক টাইলস, ওযুধ এবং আইটি সামগ্রীসহ আরো পণ্য আমদানি করতে চায় আজারবাইজান। পাশাপাশি এফবিসিসিআই এবং আজারবাইজানের শীর্ষ চেম্বারের মধ্যে ‘যৌথ চেম্বার’ গঠনের বিষয়েও আগ্রহ প্রকাশ করা হয়।

বুধবার (১৯ জুন) রাজধানীর মতিঝিলে দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই ভবনে সংগঠনটির নেতাদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এ আগ্রহ প্রকাশ করেন আজারবাইজানের রাষ্ট্রদূত ড. আশরাফ শিখালিয়েভ।

এফবিসিসিআই ভারপ্রাপ্ত সভাপতি মো. মুনতাকিম আশরাফ বাংলাদেশের দ্রুত অগ্রসরমান অর্থনৈতিক কার্যক্রমে দেশের বেসরকারি খাতের ভূমিকা তুলে ধরে আজারবাইজানের ব্যবসায়ীদেরকে বাংলাদেশের ‘বিশেষ অর্থনৈতিক অঞ্চলে’ বিনিয়োগের আহ্বান জানান এবং বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ সরকারের দেওয়া সুবিধাসমূহ তুলে ধরেন। বৈঠকে এফবিসিসিআই পরিচালক আব্দুল হক এবং এফবিসিসিআই মহাসচিব হোসাইন জামিল উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন