শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কালীগঞ্জে পিতা হত্যার দায়ে কুলাঙ্গার ছেলের যাবজ্জীবন

ঝিনাইদহ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ জুন, ২০১৯, ৩:৫৫ পিএম

ঝিনাইদহের কালীগঞ্জের বলিদাপাড়া গ্রামের পিতা আব্দুল গনিকে হত্যার দায়ে পুত্র তাহেরুল ইসলামকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। বৃহষ্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক এম জি আযম এ রায় প্রদান করেন। আদালত আসামীকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছর কারা দন্ড প্রদান করেন। আদালত সুত্রে জানা যায়, নিহত আব্দুল গনি কালীগঞ্জ উপজেলার মোরারকগঞ্জ চিনি কলে কর্মচারি থাকা কালে মস্তিষ্ক বিকৃতি ঘটে। তাকে অবসর দেওয়া হয়। তিনি ভিক্ষা করতেন। আর খুনতলা গ্রামে এন্দেশ আলির দরগায় রাত্রি যাপন করতেন। তার ছোট ছেলে আসামী তাহেরুল বাবার সাথে থাকতো ও চিনিকল থেকে পাওনা ২ লাখ টাকা তাকে দেওয়ার জন্য চাপ দিত। এজন্য বাবাকে মারধরও করতো। পরিবারের লোকজন বাধা দিলে তাদেরও মারধোর করতো। ২০১৪ সালের ২২ জানুয়ারি ভিক্ষা শেষে রাতে দরগায় এসে ঘুমান আব্দুল গনি। তার সাথে থাকা ছেলে তাহেরুল পরের দিন সকালে পরিবারের লোকদের জানান বাবা মারা গেছে। পরিবারের লোকজন গিয়ে দেখেন আব্দুল গনির দাঁত ভাঙ্গা ও মাথায় হাতে রক্তাক্ত জখম রয়েছে। নিহতের ভাই আব্দুর রহিম বাদী হয়ে তাহেরুল ্ ইসলামসহ অজ্ঞাত ব্যক্তিদের নামে কালীগঞ্জ থানায় মামলা করেন। পুলিশ তদন্ত শেষে আসামী তাহেরুল ইসলামের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে। সাক্ষ্য প্রমানে দোষি প্রমানিত হলে আদালত আসামীকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান ও ৫ হাজার টাকা জরিমানা করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন