বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

নতুন বৈদ্যুতিক বিমান এলিস

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ জুন, ২০১৯, ১২:০৯ এএম


ফ্রান্সের তুলাউস শহরের প্যারিস ল্যা বোগার্ট বিমানবন্দরে শুরু হওয়া প্যারিস এয়ারশোর নতুন আকর্ষণ বৈদ্যুতিক বিমান এলিস। বিমানটি নিয়ে এসেছে ইসরাইলের বিমান নির্মাতা প্রতিষ্ঠান ইভিয়েশন এয়ারক্রাফট। এদিকে, ব্রিটিশ এয়ারওয়েজের কাছ থেকে ২ হাজার ৪শ কোটি ডলার মূল্যের ২শ বিমানের অর্ডার পেয়েছে মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং। এ ঘোষণার পর বোয়িংয়ের শেয়ারের দাম বেড়েছে ২ দশমিক ৮ শতাংশ পর্যন্ত। প্যারিস এয়ারশো›তে প্রদর্শনীর জন্য নিয়ে আসা এ বৈদ্যুতিক বিমানটি ৬শ› ৫০ মাইল পর্যন্ত উড়তে পারে। তুলাউস বিমানবন্দরে চলা এয়ারশো›তে নিয়ে আসা এ বিমানটি এলিস হিসেবে পরিচিত। বিমানটির নির্মাতা প্রতিষ্ঠান ইসরাইলের ইভিয়েশন এয়ারক্রাফট। মূলত পরিবেশ দূষণের কথা মাথায় রেখে কার্বন নিঃসরণ কমাতেই তৈরি হয়েছে এ ধরনের বিমান। স্বল্প খরচে এ বিমানে ভ্রমণের সুযোগ পাবেন ভ্রমণকারীরা। রয়টার্স।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন