বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

প্রথমবারের মতো আন্তর্জাতিক নাট্যোৎসব

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২১ জুন, ২০১৯, ১২:০৯ এএম

প্রথমবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ আন্তর্জাতিক নাট্যোৎসব। আজ থেকে ২৬ জুন পর্যন্ত চলবে এই উৎসব। এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, নাট্যজন রামেন্দু মজুমদার, চলচ্চিত্র পরিচালক নাসির উদ্দীন ইউসুফ বাচ্চুসহ আরও অনেকে। সপ্তাহব্যাপী এই নাট্য উৎসবের মূল আয়োজক সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এছাড়া সহযোগী আয়োজক হিসেবে আছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও ইন্টারন্যাশনাল থিয়েটার ইন্সটিটিউট (আইটিআই) এবং বাংলাদেশ গ্রæপ থিয়েটার ফেডারেশন। নাট্য উৎসবে রাশিয়া, চীন, ফ্রান্স, ভারত, ভিয়েতনাম ও নেপাল থেকে ৬টি নাট্যদল অংশগ্রহণ করবে। এছাড়া বাংলাদেশ থেকে ধৃতি নর্তনালয় এবং অন্বেষা থিয়েটার অংশ নেবে এই উৎসবে। আজ সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠান শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল, এনডিসি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনামন্ত্রী এম. এ. মান্নান, এমপি। উৎসবের উদ্বোধন ঘোষণা করবেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। উৎসবে কোনো টিকিট মূল্য রাখা হয়নি। কেবলমাত্র অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে নাটক উপভোগ করা যাবে। ফ্রি টিকিট পেতে িি.িরহঃবৎহধঃরড়হধষঃযবধঃৎবভবংঃনফ.পড়স এই ঠিকানায় গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন