শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

সান্তাহারে বাসে আগুন থানায় অভিযোগ দায়ের

আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ জুন, ২০১৯, ১২:০৮ এএম

সান্তাহারে টার্মিনালে রাখা আগুনে পুরে যাওয়া ঘটনায় দুইজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ দায়েরের পর পুলিশ ঘটনাস্থল পরিদশৃন করেছে। উল্লেখ্য মঙ্গলবার গভীর রাতে সান্তাহার শহরে বাস টার্মিনালে রাখা ঢাকা মেট্র-জ-১১-১৩১২ নম্বর আকাশ পরিবহন নামে বাসটিতে কেবা কারা আগুন ধরিয়ে দিলে বাসটি পুরে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়। এঘটনায় বাসের মালিক সারোয়ার হোসেন দুইজনের নাম উল্লেখ করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযুক্তরা হলেন নওগাাঁর দোগাছি গ্রামের শাহদতের ছেলে ওসমান আলী (৫৫) ও আদমদীঘির পুসিন্দা গ্রামের সাইফুল ইসলামের ছেলে শহিন (৩৫)। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন